চোপড়ার দাসপাড়ায় নির্বাচনী জনসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
1 min read
জয়দেব গোপ ও সুবল গোপ, চোপড়া : চার নম্বর দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রাথী অমর সিং রাই এর সমর্থনে চোপড়ার দাসপাড়ায় নির্বাচনী জনসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সঙ্গে ছিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব চোপড়ার বিধায়ক হামিদুল রহমান তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অমল আচার্য এবং দার্জিলিং এর প্রাথী অমর সিং রাই। মুখমন্ত্রী মঞ্চে উঠেই উপচে পড়া ভিড় দেখেই আপ্লুত হন। মঞ্চে উঠেই তিনি বলেন আমরা ধর্মের নামে দেশ ভাগাভাগি হতে দেবনা বাংলায় ৪২ এ ৪২ আমাদের চাই।
দিল্লিতে সরকার গড়তে এবার তৃণমূল কংগ্রেসের বড় ভূমিকা থাকবে । তিনি কড়া ভাষায় মোদিকে আক্রমণ করে বলেন চৌকিদার চোর হে চৌকিদার ঝুটা হ্যায়। এই স্লোগানে তিনি সভায় ঝড় তুলেন। তিনি আরও বলেন, ভারতবর্ষ সর্ব ধর্মের দেশ তাই সকল সম্প্রদায়ের মানুষ এখানে মিলেমিশে থাকবে। তাই তৃণমূল কংগ্রেসের প্রাথী এখানে জয়ী হবে,বাংলায় ৪২এর ৪২ টায় এখানে জিতবে এবং বিজেপি বাংলায় গোল্লা পাবে। এভাবে একের পর এক আক্রমণ করেন মোদির বিরুদ্ধে। দীর্ঘ ভাষণে তিনি মোদির বিরুদ্ধে তোপ দাগেন। সভা শেষে তিনি দার্জিলিং এর উদ্দেশে রওনা দেন। এদিনের সভায় মহিলাদের জমায়েত ছিল উল্লেখযোগ্য।