এবারের নির্বাচনের ফলেই দিদির রাজত্বের বিদায় ঘণ্টা বাজবে
1 min read
সুব্রত সাহা,তুফান মহন্ত, শংকর গুপ্তা :-এবারের নির্বাচনের ফলেই দিদির রাজত্বের বিদায় ঘণ্টা বাজবে –অমিত শাহ –তপন চক্রবর্তী–বাংলায় দিদির রাজত্বের অবসান এবার ঘটবেই আগামী ২৩শে মে।এই রাজ্যের অসহায় মানুষদের কষ্টের সঞ্চয়ের অর্থ দিদির মন্ত্রী,বিধায়ক ও তোলাবাজরা মিলে লুটেপুটে খেয়েছে।অনেক মানুষ আত্মহত্যা করেছে।এর জবাব এবার দিদিকে দিতে হবে।বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এই কথাগুলি বলেন বিজেপি প্রার্থীর সমর্থনে এক জনসভায়।
রাজ্যের মুখ্যমন্ত্রী দুঃখ হয় যখন আমাদের বায়ুসেনা পাকিস্থানের মাটিতে গিয়ে সারজিকাল স্ট্রাইক করে আতঙ্কবাদী দের মেরে আসে।দিদির দুঃখ হয় ভারত যখন বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে চলে আসে ক্ষেপণাস্ত্র ব্যবহারে ক্ষেত্রে।অমিত শাহ বলেন এই রাজ্যের বেকারদের নিয়ে দিদি চাকরি দেবার নাম করে টাকার ব্যবসা ফেদেছেন।টাকা ছাড়া বেকার যুবকদের কোন রকম চাকরি হয়না।মানুষ এবার ভোট দেবার সুযোগের অপেক্ষায়।রাজ্যের মানুষ তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে এবার একজোট হয়েছে।বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেন দিদির ফেডারেল ফ্রন্ট শেষ ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
হয়ে গেছে।মানুষ দেখতে চায় কেন্দ্রে একটি শক্তিশালী সরকার।জোড়াতালি দেওয়া সরকারের দ্বারা কোন তাৎক্ষণিক সিধান্ত নেওয়া সম্ভব নয়। তাই মানুষের আস্থা বিজেপির উপর সারা দেশ ব্যাপী।অমিত শাহ বলেন এই রাজ্যেও এন আর সি চালু করে অবৈধ ব্যক্তিদের খুঁজে খুঁজে বের করা হবে।কারন এরাই দিদির রাজের প্রধান শক্তি হয়ে কাজ করছে দিদির হয়ে। অমিত সাহের সাথে বক্তব্য রাখেন বিজেপির নেতা মুকুল রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন আমি মুকুল রায় বলছি আমরা ক্ষমতায় এসেই রায়গঞ্জের মাটিতে এমস হাসাপাতাল করেই দেখাবো।,মুকুল রায় সারদা কান্ড নিয়ে মুখ্যমন্ত্রীকে এক হাত নিয়ে বলেন আমাকে সারদা নিয়ে আপনি যা বলেছেন তার কোন ভিত্তি নেই।কিন্তু আপনি সুদীপ্ত সেনের সাথে সারদা নিয়ে যে মিটিং করেছিলেন সেই মিটিং আমি ছিলাম কিন্তু।সব আমার কাছেই আছে।প্রয়োজনে সব প্রকাশ হবে।মঞ্চে রায়গঞ্জ লোকসভা আসনের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধরীকে বিপুল ভোটে জয়ী করবার জন্য আবেদন করেন।তিনি বলেন দেবশ্রী চৌধরী কে জয়ী করলে উত্তর দিনাজপুর জেলার সমস্যার সমাধান হবে বলে প্রতিশ্রুতি দেন।জনসভায় প্রচুর মানুষের ভীড় হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});