December 4, 2024

অকাজের লোককে নয় কাজের লোক মঃ সেলিমকে জয়যুক্ত করুন

1 min read
তপন চক্রবর্তী-উত্তর দিনাজপুর–জনগনের যে ব্যক্তি সমস্যার সমাধান করতে পারে, সরকারের ক্ষমতায় না থেকেও যে মানুষের জন্য কাজ করে ভোটের দিন একবার মাথা ঠান্ডা করে চিন্তা করে সেই ব্যাক্তিকেই আপনার পছন্দের ভোট টি দিন।বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জ বাজারে একটি পথ সভায় রায়গঞ্জ লোকসভা আসনের বাম প্রার্থী মঃ সেলিমের সমর্থনে বক্তব্য রাখেন ডি ওয়াই এফ আই এর রাজ্য কমিটির সদস্য শত রুপ ঘোষ।তিনি বলেন মঃ সেলিম শাসক দলের সাংসদ না হয়েও যে ভাবে উত্তর দিনাজপুরের মানুষদের আপদে বিপদে কাজ করেছেন তার কথা আপনারা অবশ্যই ভুলে যাবেন না।
বিগত বন্যায় উত্তর দিনাজপুর জেলার বানভাসিদের জন্য যে অমানুষিক পরিশ্রম করেছিলেন তার কথা এই নির্বাচনে একবারের জন্য ও কি আপনাদের মনে হবেনা?যে মানুষটি সাংসদ কোটার টাকা খরচ করে সাংসদদের মধ্যে প্রথম হয়েছেন তার কথা কি বেমালুম ভুলে যাবেন?ডি ওয়াই এফ আই নেতা শত রুপ ঘোষ বলেন আপনার অমূল্য ভোট টি উপযুক্ত ব্যক্তি ছাড়া দিয়ে মূল্যবান ভোট টি অপাত্রে দেবেন না।তাই আগামী ১৮ই এপ্রিল বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী মঃ সেলিমের পক্ষেই যাবে উত্তর দিনাজপুর জেলার সার্বিক উন্নয়নের স্বার্থে।শতরূপ ঘোষের বক্তব্য শোনার জন্য কাঠফাটা রোদে মানুষ খুব একটা না থাকলেও তার বক্তব্য যারাই রাস্তা দিয়ে যাচ্ছে তার সুন্দর বাচনভঙ্গি যেন অতি ব্যাস্ত মানুষটিও রাস্তায় রোদ্রের মধ্যে দাঁড়িয়ে কিছুক্ষনের জন্য হলেও না শুনে যেন যেতে পারছিলনা।

মার্জিত শব্দ চয়নের মাধুর্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *