October 27, 2024

মনসা গান কে কেন্দ্র করে ডালখোলা রানীগঞ্জ গ্রামে রাতভর আসর

1 min read

মনসা গান কে কেন্দ্র করে ডালখোলা রানীগঞ্জ গ্রামে রাতভর আসর

প্রদীপ সিনহা করণদিঘি প্রাচীন লোকসংস্কৃতির একটি অন্যতম হলো মনসা গান। আর এই মনসা গ্রান যাতে গ্রামবাংলা থেকে না হারিয়ে যায় তার জন্য উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের ডালখোলা থানা র রানীগঞ্জে শুরু হয়েছে মনসা গান।

যে গান চলবে আগামী সাত দিন ব্যাপী। শুধু জেলার নয় জেলা ছাড়িয়ে মালদা শহর আশেপাশের বিভিন্ন জেলা থেকে বহু শিল্পীরা আসে এখানে গান করতে। চলে রাতভর এই মনসা গানের পালা। এই গান শুনতে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে এবং সারারাত সেই গানের আমেজ উপভোগ করে। এই মনসা উদ্যোক্তা শংকর পাঠক ও দীপক সিং বলেন প্রতিবছরই এই প্রাচীন লোকসংস্কৃতি একটি অঙ্গ মনসা গান তারা আয়োজন করে থাকে প্রতিবছরই এখানে। এই মনসা গান কে কেন্দ্র করে চলে পূজা পার্বণ সহ সাধারন মানুষদের মধ্যে প্রসাদ বিতরণ।

7 thoughts on “মনসা গান কে কেন্দ্র করে ডালখোলা রানীগঞ্জ গ্রামে রাতভর আসর

  1. The study found that an aqueous extract of elder significantly increased glucose transport, glucose oxidation and glycogenesis without any added insulin. does doxycycline treat chlamydia Taken together, these results strongly suggest that ATR activation is largely responsible for the G2 arrest of CD36 EPCs induced by NS1 expression, and contributes to B19V infection- induced the G2 arrest of CD36 EPCs, more importantly, that the ATR- CHK1- CDC25C- CDK1 pathway is activated both in lentivirally NS1- expressing CD36 EPCs and during B19V infection of CD36 EPCs.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *