October 27, 2024

করোনার জের, কালিয়াগঞ্জের ডেকোরেটার ব্যবসায়ীদের কেও ফুটপাতের দোকান নিয়ে,কেউবা টোটো চালক

1 min read

করোনার জের, কালিয়াগঞ্জের ডেকোরেটার ব্যবসায়ীদের কেও ফুটপাতের দোকান নিয়ে,কেউবা টোটো চালক

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৩,সেপ্টেম্বর:করোনার জেরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ডেকোরেটর্স ব্যবসায়ীদের মাথায় হাত।,বিগত ছয় মাস ধরে কোন ধরনের অনুষ্ঠানের অর্ডার না পাওয়ায় কালিয়াগঞ্জের ডেকোরেটর ব্যবসায়ীরা পরিবার পরিজনদের মুখে দুমুঠো ভাত তুলে দিতে কেও পরের টোটো গাড়ির চালক,কেউবা ফুটপাতে জুতার দোকান বসিয়ে কোন রকমে সংসার চালাচ্ছে।কালিয়াগঞ্জ ডেকোরেটরস এসোসিয়েশনের রাজ্য কমিটির সদস্য তথা কালিয়াগঞ্জ ডেকোরেটরস এসোসিয়েশনের কর্নধার তরুণ বসাক বলেন গত মার্চ মাস থেকে করোনা আবহে সব কিছু বন্ধ থাকার ফলে আমাদের ডেকোরেটারদের সব ব্যবসা বন্ধ হয়ে আছে।।কি শহর কি গ্রাম সর্বত্রই একই চিত্র।

 

বর্তমানে লকডাউন অনেকটা শিথিল হলেও এখনো আমাদের ব্যবসা যে তিমিরে ছিল আজও সেখানেই আছে।কালিয়াগঞ্জ শহরে কম ৭৫ জন দেকিরেটর্স।এবং গ্রামাঞ্চলে এক হাজারের বেশি মানুষ এই ব্যবসার সাথে যুক্ত আছে।যাদের সি মুহূর্তে কোন কাজ নেই। ডেকোরেটরস এসোসিয়েশনের অন্যতম সদস্য শ্যমল বসাক বলেন করোনা আবহে কালিয়াগঞ্জ শহরের পূজা কমিটি গুলি এবার বড় প্যান্ডেল বানিয়ে জাকজমক করে পূজা করছেনা। পূজা সর্বত্রই হবে কিন্তু কোন আতিশয্য থাকবে না।

তাই আমরা কি ভাবে চলবো?আমাদের অনেক সদস্যকে সেই কারণে ডেকোরেটারের নিজের ব্যবসা ছেড়ে বাধ্য হয়ে কেও ফুটপাথে জুতোর দোকান খুলেছে কেউবা আবার অন্যের টোটো চালিয়ে সংসার প্রতিপালন করছে।ডেকোরেটর ব্যবসায়ী শ্যমল বাবু বলেন কালিয়াগঞ্জের কোন পূজা মন্ডপে এবার ডেকোরেটারদের কোন কাজ নেই।ফলে অন্য ব্যবসায়ীরা কম বেশি ব্যাবসা করতে পারলেও তাদের ব্যবসা একদম পুরোপুরি বন্ধ হয়ে আছে সেই মার্চ মাস থেকে।রাজ্য সরকার এই সমস্ত ছোট ডেকোরেটর ব্যবসায়ীদের সম্পর্কে চিন্তা ভাবনা না করলে আমরা কি করে খাবো?এই মুহূর্তে সামনে কোন বিকল্প পেশা নেই।বিয়ে ও পূজার মরশুমে আমরা কিছু কাজ পেতাম।কিন্তূ এবার অসম্ভব পর্যায়ে চলে গেছে।তাই পেট চালাতে অনেকেই পেশা পরিবর্তন করে সামনে যা পাচ্ছে তাই করতে চলেছে।স্থানীয় জেলা ও ব্লক প্রসাশনের কাছে আমাদের আবেদন কিছু একটা আমাদের জন্য তারা করুক।তিনি বলেন কালিয়াগঞ্জ পৌর প্রসাশক কার্তিক পালকে আমাদের সমস্যার কথা একবার জানিয়েছি,আমরা আবারও জানাচ্ছি তিনি অন্তত পক্ষে কালিয়াগঞ্জ পৌর শহরের ছোট ছোট ডেকোরেটরস ব্যাবসায়ীদের পূজার আগে কোন ব্যবস্থা গ্রহণ করুন।যা আমাদের সারাজীবন মনে থাকতে পারে।।এ ব্যাপারে কালিয়াগঞ্জ ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক পরিমল দাশকে কালিয়াগঞ্জের ডেকোরেটরস ব্যবসায়ীদের সম্পর্কে কোন ভাবনা চিন্তা সরকারিভাবে করা যায় কিনা জানতে চাইলে পরিমল দাস বলেন ডেকোরেটরস ব্যবসায়ীরা যদি ব্লকে তাদের সমস্যার কথা লিখিত আকারে জানান তাহলে জেলা শাসকের সাথে এই ব্যাপার নিয়ে আলোচনা করা যেতে পারে বলে পরিমল দাস জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *