কালিয়াগঞ্জে মঃ সেলিমের রোড শোয়ে মানুষের ঢল
1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর--রবিবার রায়গঞ্জ কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বামফ্রন্ট প্রার্থী মঃ সেলিমের কালিয়াগঞ্জের রোড শোয়ে মানুষের ঢল দেখা যায়।এদিন বিকাল ৫টায় কালিয়াগঞ্জ শহরের সুকান্ত মোড় থেকে হুড খোলা গাড়ি সহযোগে সুসজ্জিত মিছিলটি শুরু হয়।মিছিলটি কালিয়াগঞ্জ শহরের মূল সড়ক রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়ক ধরে বিবেকানন্দ মোড় হয়ে হাসপাতাল মোড়ে এসে সেখান থেকে মনমোহন বালিকা বিদ্যালয়ের রাস্তা ধরে শেঠ কলোনি শিমুল তলায় পৌঁছায়।সেখান থেকে মিছিলটি ভবানি মন্দির হয়ে গুপ্ত পাড়া হয়ে মিছিলটি পুনরায় সুকান্ত মোড়ে গিয়ে শেষ হয়।
সাধারণ মানুষকে বলতে শোনা যায় সিপিআই(এম)এর মিছিলে এত মানুষ কোথা থেকে এলো?এত মানুষ এখনো বামেদের সাথে আছে?মঃ সেলিমের সাথে এই মিছিলে বামেদের বিভিন্ন সংগঠন থেকে প্রত্যেকেই এই মিছিলে তাদের সমর্থকদের নিয়ে অংশগ্রহণ করে।
মহিলাদের উপস্থিতি ও ছিল চোখে পড়ার মতই।মঃ সেলিম কোন সময় হুড খোলা জীপে দাঁড়িয়ে হাত জোড় করে নমস্কারের সাথে সাথে হাত নাড়িয়ে আবেদন করে জানান তার সমর্থনে নির্বাচক মন্ডলিরা যেন দুহাত ভরেই আশীর্বাদ করেন।শেষ মুহূর্তে মঃ সেলিম যে বিশাল মিছিল সাধারণ মানুষদের সামনে উপস্থিত করেন তাতে অনেককে বলতে শোনা যায় এ যেন অনেকটা ওস্তাদের মার শেষ রাতের মতই বলা যায়।
এক প্রশ্নের উত্তরে বামফ্রন্ট তথা সিপিআই(এম)প্রাথী মঃ সেলিম বলেন সর্বত্রই ব্যাপক সাড়া পাচ্ছি।কালিয়াগঞ্জ বিধান সভা তথা কালিয়াগঞ্জের গ্রামে গ্রামে তিনি যেভাবে জনতা জনারদনের সারা পাচ্ছে তাতে করে তিনি আশাবাদী।তিনি অপর এক প্রশ্নের উত্তরে বলেন নির্বাচনে কাউকেই তিনি দুর্বল প্রতিপক্ষ মনে করেন না।সবাইতো জয়ের আশা নিয়েই নির্বাচনের মাঠে লড়তে নামেন।তাই নির্বাচনে জয় পরাজয় সব কিছুই নির্ভর করে জনতা জনার্দন এর উপরেই।তার কথাই শেষ কথা।মঃ সেলিমের মিছিলে কালিয়াগঞ্জ বিধান সভা এলাকার সমস্ত স্তরের বাম নেতৃবৃন্দকে পা মেলাতে দেখা যায়।