রাত পেরোলেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জনসভা ইটাহারে
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মামুন সরকার ১৫ এপ্রিল ইটাহার : রাত পেরোলেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জনসভা ইটাহারে ফলে তৃনমূল নেতৃত্ব সহ প্রশাসনের ব্যস্ততা তুঙ্গে । তৃনমূল দলিও সূত্রে জানা গিয়েছে বালুরঘাট লোক সভার পার্থী অর্পিতা ঘোষের সমর্থনে ইটাহার ও বুনিয়াদপুর দুটি যায়গায় জন সভা করবেন মমতা ব্যানার্জি।
জানা গিয়েছে ইটাহার উল্কা ক্লাবের বিধিবারি মাঠে জন সভা করবেন মুখ্য মন্ত্রী ফলে জোর কদমে স্টেজসহ হেলিপেট তৈরীর কাজ শুরু হয়েছে মাঠ প্রাঙ্গনে, যদিও জেলা স্তরের উচ্চ পদস্থ পুলিস কর্তারা একাধিক বার কাজের পরিদর্শন করেছেন ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সোমবার ইটাহারের বিধায়ক তথা তৃনমূল কংগ্রেস জেলা সভাপ্রতি অমল আচার্য’ সহ ব্লক নেতৃত্বরা বিধিবারি মাঠে গিয়ে কাজের পরিদর্শন করেন,। এদিন বিধায়ক অমল বাবু বলেন ব্লক তৃনমূল নেতৃত্ব উপস্থিতিতে ও জেলা পুলিশের নির্দেশে স্টেজসহ হেলিপেড নামার ও মাঠের অন্যান্য কাজ শুরু হয়েছে এর আগেও একাধিক বার মাঠে এসে কাজ দেখা হয়েছে আজকে শেষ লগ্নে এসে মুখ্য মন্ত্রীর জন সভার কাজের জায়গা দেখা হচ্ছে ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মুখ্যমন্ত্রী হেলি কপ্টারে মাঠের পাশেয় নামবেন, ফলে সব ধরেন ব্যবস্থা করা হয়েছে। তবে ৪০,৫০ হাজার মানুষের সমাগম হবে তাই মাঠটি কিছু টা ছোট হয়েছে, যা হেলিপেড যায়গা বেশি নিয়েছে, বর্তমান এটাই চিন্তায় ফেলেছে । তবে কাজ প্রায় শেষের দিকে, জন সভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানাজী’ তো থাকছেই এবং শুভেন্দু অধিকারী সহ একাধিক মন্ত্রী থাকার কথা রয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});