ভোট নিতে ভোট কর্মীদের দের সাথে কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই মজুত
1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর--ভোট ভোট ভোট এবার তা চলে এলো বুথে বুথে।বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জ কো -অপারেটিভ স্টোরের দুটি ভোট কেন্দ্রের জন মেঘালয়ের কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বুথের সামনে সশস্ত্র অবস্থায় পাহারারত অবস্থায় দেখে কাছে গেলাম।
আপ কাহাসে আয়া হ্যায় বলতেই বললেন মেঘালয় শিলং থেকে আমরা এখানে এসেছি।কেন্দ্রীয় বাহিনীর দুই জোয়ান এফ মিন এবং এস এস সর্দার বললেন আছা প্লেস হ্যায়।কই বাত নেই।যদিও ভোট কর্মীরা তারা বুথের ভেতরে ছিলেন।কালিয়াগঞ্জ অত্যন্ত শান্তি প্রিয় এলাকা।
আগামী কাল সাত সকালে ভোট দেবার জন্য সবাই মানসিক ভাবে প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়।মহেন্দ্রগঞ্জ কো-অপারেটিভ স্টোরের ভোট কেন্দ্রে ভোট দেবেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস প্রার্থী তথা প্রয়াত প্রাক্তন মন্ত্রী প্রিয় রঞ্জন দাসমুন্সির পত্নী দীপা দাসমুন্সি ও তার লন্ডনে থাকা পুত্র প্রিয়দীপ (মিছিল)এই প্রথম ভোট দেবে বলে জানা যায়।