ধুওগুড়িতে শান্তিপূর্ণ ভাবে ভোট পর্ব
1 min read
আশীষ ভট্টাচার্য–ধুপগুড়ি–সপ্ত দশ লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট জলপাই গুডি দাজিলিঙ রায়গঞ্জে। জলপাই গুড়ীতে মোট ভোটার সংখ্যা ১৭২৯৮২৯। মোট বুথ ১১৬৮ স্পশ কাতর ৩৫৪। জলপাইগুড়ী জেলার ধূপগুড়ীতে বৃহস্পতিবার সকাল থেকেই উৎসবের মেজাজে চলে ভোট দান পর্ব। দুই একটি বুথে ই ভি এম মেশিনে অসুবিধা হলেও পরে তা ঠিক হয়ে যায়। এ ছাড়া আবহাওয়া ও অনুকূলে থাকায় গড়মের হাত থেকে রেহাই পান ভোটাররা।
দ্বিতীয় দফায় অনেক জায়গায় অনেক বুথে গোলমালের খবর পাওয়া গেলেও সে আঁচ এক দম আসে নাই ধূপগুড়ীতে। বিক্ষিপ্ত এ সি নং ১৫/২৫৮ গোকুল স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয়ের ভি ডি প্যাড খরাপ হয়ে যায়। পরে এক ঘন্টা পর আবার ভোট শুরু হয়। ১৫/২৪৯নং শালবাড়ি হাই স্কুল বুথে ই ভি এম ঠিক মতো সেট না হওয়াতে একটু দেরিতে ভোট দান পর্ব শুরু হয়।
কোথাও কোন অশান্তির খবর পাওয়া যায় নাই। সব ক্ষেত্রেই ভোট দাতারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন বলে জানা যায়। ধূপগুড়ী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে চার টি বুথ রয়েছে।১৫/১৭৪নং বুথে দেখা গেল সম্পূর্ণ রুপে প্রতিবন্ধী পুত্রকে নিয়ে পিতা পুত্র ভোট দিলেন। ধূপগুড়ী ঝাড় আলতা গ্রাম ২নং গ্রাম পঞ্চায়েতের খুকলুং রাভা বস্তী এলাকায় ১৫/৪৬নং ১৫/৮৯ নং ১৫/৯০নং বুথে রাভা জনজাতীর বাসিন্দারা আনন্দ উৎসাহের সাথে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।