December 3, 2024

ভোট শেষ হওয়ার পর এবার টেনশন । কে হবেন এবারের দিল্লি যাওয়ার.সেনাপতি ?

1 min read
 তনময় চক্রবর্তী ঃ-  ভোট শেষ হওয়ার পর এবার টেনশন এর পালা উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে  কেন্দ্রের চার হেভি ওয়েট প্রার্থীদের।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 আগামী একমাস তাদের চুপচাপ থাকতে হবে টেনশন এর মধ্যে দিয়ে। কারণ জনতা জনার্দনের  রায় যে হয়ে গিয়েছে গতকাল ইভিএম মেশিনে বোতাম টিপে ভোটের মধ্য দিয়ে।এখন  ইভিএম গুলো এখন চলছে কড়া নিরাপত্তার মধ্যে পাহারা উত্তর দিনাজপুর জেলা র রায়গঞ্জ পলিটেকনিক কলেজে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 দেখা গেল কড়া নিরাপত্তা বেষ্টনীতে সেগুলি পাহারা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। একটা মাছি অব্দি সেখানে প্রবেশ করার অধিকার নেই। প্রচন্ড নিরাপত্তা চারদিকে রয়েছে। ইভিএম মেশিন গুলি কে সিল করে রাখা হয়েছে পরদিন কলেজের ঘরের মধ্যে আর সেই ঘর থেকে বেশ 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কিছু দূর অব্দি দেখা গেল কেন্দ্রীয় বাহিনীদের পাহারা উল্লেখ্য সারাদেশের সঙ্গে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ফলাফল ঘোষণা হবে আগামী 23 শে মে।তাই এমন ভাবেই এই এক মাস চলবে


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 এখানে পাহারা ইভিএম মেশিন গুলোর কারণ এখানেই রয়েছে জনতা জনগণের রায় কে হবেন এবারের সেনাপতি দিল্লি যাওয়ার।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *