December 5, 2024

মজবুত সরকার গড়তে চৌকিদারের হাত শক্ত করুন–মোদি

1 min read
তপন চক্রবর্তী--বুনিয়াদপুর,দক্ষিণ দিনাজপুর–দেশকে সব দিক দিয়ে মজবুত করতে মজবুত সরকারের জন্য চৌকিদারের হাত শক্ত করুন।শনিবার দক্ষিণ দিনাজুপুর জেলার বুনিয়াদপুরের নারায়নপুর বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রাথী সুকান্ত মজুমদারের পক্ষে বক্তব্য রাখতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদি এই কথা বলেন।প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি বলেন এই রাজ্যে একটা পরিবর্তনের ঝর আসছে সেটা স্পিড ব্রেকার দিদি অনুমান করতে পেরেছেন।
 আমি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে শততার  প্রতীক ভেবে ছিলাম।কিন্তু আমি প্রধানমন্ত্রী হবার পর আমার ভুল ভেঙে যায়।তার আমলে পশ্চিমবঙ্গের গরিবদের অর্থ লুট করায় যে ভাবে গরিবদের সর্বনাশ হয়েছে তাদের চোখের জলের হিসাব মমতা দিদিকে দিতে হবেই।প্রধানমন্ত্রী বলেন এই রাজ্যে পিসি-,ভাইপো মিলে রাজ্যের সংস্ককৃতি শেষ করেছে।
মানুষ দিদিকে বিশ্বাস করেছিল কিন্তু তিনি আসলে বিশ্বাসঘাতক।তিনি বলেন এই রাজ্যের সরকারি কর্মীদের পে-কমিশন দিতে না পারলেও রাজ্যে মস্তান  তোলাবাজদের জন্য পয়সা খরচে কোন অসুবিধা হয়না।তিনি বলেন দক্ষিণ দিনাজপুরে রেলের অসমাপ্ত কাজ ও  এয়ারপোর্টের কাজ দ্রুত সমাপ্ত করার প্রতিশ্রুতি তিনি দেন। মোদী বলেন পাঁচ বছরে মোদি সরকার কি কি ভালো কাজ করেছে  ২৩শে মে মানুষই বলে দেবে।এই রাজ্যে খাগড়াগড়,অনুপ্রবেশ,রোজভ্যালি,সারদা,নারদার মত কাজই হয়েছে এবং এখনো হচ্ছে।তবে এসবের জবাব আমাকে নিতেই হবে।।জনসভায় মুকুল রায়,বিজয় বর্গীয় রাজ্য ও কেন্দ্রের বিশিষ্ট বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন।জনাকীর্ণ সভায় বক্তব্য রেখে প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি বিহারের উদ্দেশ্যে রওনা হয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *