অশ্লীল নাচের আসরে বাংলায় এক অপসংস্কৃতির বাতাবরণ।
1 min read
জয়ন্ত বোস বাঙ্গালি প্রধান রাজ্য পশ্চিমবঙ্গে কৃষ্টি কালচার ও সংস্কৃতি সর্বজনবিদিত তেমনি বিশ্বের আঙ্গিনায় সমাদৃত হয়ে বিশ্ব বাংলায় পরিচিত। সেই বাংলার মাটি বিশেষ করে বিহার রাজ্যের সীমানায় অবস্থিত উত্তর দিনাজপুর ও মালদা জেলা এবং দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে চলছে এক অশ্লীলতা ভাইরাস আক্রান্ত পরিবেশ।
আর এই অশ্লীলতা ভাইরাসের থাবায় আক্রান্ত সমাজ। কোথাও চিত্রহার, কোথাও লোকাল যাত্রা পালার নামে গান ও নাচের পালা অর্থাৎ এক কথায় হাঙ্গামা নামে বহুল প্রচারিত এই অশ্লীল নাচের আসরে যেমন মেয়েদের স্বল্প বস্ত্র পরিয়ে ছেলেদের সাথে মঞ্চে নাচ করানো হচ্ছে তা এককথায় বিগলট বলিউডের হিন্দি সিনেমার তথাকথিত নায়িকারাও হার মানবে।
সেক্সচুয়াল অঙ্গভঙ্গি নিয়ে এবং দুই ইঞ্চি পরিধির পোষাক পরে যেভাবে টিন এজার ও বিবাহিত কচি বয়সের বৌরা অশ্লীলতার মঞ্চ কাঁপিয়ে পরিবেশ কে শেষ করে দিচ্ছে এমনকি কতিপয় হাঙ্গামা ব্যবসায়ীগন বিভিন্ন স্থানে এই ধরনের শো করছেন সেটা কোন ধরনের সংস্কৃতি না দেখলে বোঝার উপায় নেই বললেন উত্তর দিনাজপুর জেলার করনদিঘী মেলা চত্ত্বরের কয়েকজন বাসিন্দা।
কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে চলছে এই বাংলার অপসংস্কৃতি সেই বিষয়েও প্রতিটি এলাকার মানুষের বক্তব্য। এই পরিবেশের সাথে আবার দেদার মদের আসর ও জুয়ার আসরে রমরমিয়ে চলে হাঙ্গামা যাত্রাগান বা চিত্রাহার।
প্রতিটি জেলায় পুলিশ প্রশাসনের নজরে থাকা সত্ত্বেও এবং কি ধরনের অনুমতির ব্যতিরেকে এই অশ্লীলতা অপসংস্কৃতির ছোবলে সমাজ দংশিত হচ্ছে এই নিয়ে প্রশ্ন তুলেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। অনেকেই আবার বলতে শুরু করেছেন বাংলার নবদিগন্তে হাঙ্গামা বা চিত্রাহার নামক এই অপসংস্কৃতি বাংলা কে সংস্কৃতির আঙ্গিনায় বিশ্বে বিশ্ববাংলাশ্রী তে ভূষিত করলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। সোশ্যাল মিডিয়ায় পর্নো ছবি কি সেতো অনেকে গোপন ভাবেই দেখে কিন্তু প্রকাশ্যে ডিজে সাউন্ড সিস্টেমে এই অশ্লীল দৃশ্যর নাচের আসর নাড়িয়ে দিচ্ছে বাংলার সংস্কৃতির সমাজকে যা ইতিমধ্যেই উত্তর দিনাজপুর জেলার করনদিঘী মেলায় অনুষ্ঠিত হলো।
The tablets which are yellow color are in the shape of almonds have the following markings C2 , C5 , C10 , or C20 marked on one side buy cialis and viagra online In fact, Cialis demonstrates efficacy against erectile dysfunction of organic, psychological, and combined etiology
In such circumstances, nitrates should still only be administered under close medical supervision with appropriate hemodynamic monitoring see DOSAGE AND ADMINISTRATION , CONTRAINDICATIONS , and CLINICAL PHARMACOLOGY priligy 30 mg Get 10 OFF coupon code for next orders
5 mg per day and can increase to 5 mg per day if needed can you buy cialis online com cheap ed meds online temple a lot of fireworks
Tadapox Tadalafil Dapoxetine – 20mg 60mg purchase cialis Although Sanofi s management believes that the expectations reflected in such forward-looking statements are reasonable, investors are cautioned that forward-looking information and statements are subject to various risks and uncertainties, many of which are difficult to predict and generally beyond the control of Sanofi, that could cause actual results and developments to differ materially from those expressed in, or implied or projected by, the forward-looking information and statements
Would ovasitol still be a good choice for me. chances of twins on clomid
Some cross- reactivity was found among the same isotypes present in different species. what does doxycycline do Lyme borreliosis.
medunitsa.ru Medunitsa.ru
Сезон