October 26, 2024

আন্তর্জাতিক ওয়েবিনারে চাঁদের হাট : আব্দুল গনি খান কলেজে

1 min read

আন্তর্জাতিক ওয়েবিনারে চাঁদের হাট : আব্দুল গনি খান কলেজে

তনময় চক্রবর্তী লকডাউনে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, পড়াশুনো সম্পূর্ণ ভাবেই ই-লার্নিং নির্ভর | তাই covid 19 আরও বেশী করে পরিচয় করিয়েছে ইন্টেরনেটের সুফলতার সাথে | সেমিনার নয়তো ওয়েবিনার এখন বেশী পরিচিত শব্দ | 25শে ও 26শে আগস্ট 2020 আব্দুল গনি খান কলেজে ভূগোল বিভাগে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক ওয়েবিনার |আব্দুল গনি খান কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ড: ইসমাইলের উদ্যোগে অনুষ্ঠিত এই ওয়েবিনারের বিষয় ‘জিওগ্রাফি এস এ ডিসিপ্লিন : অপর্চুনিটিজ এন্ড চ্যালেঞ্জেস’ | প্রধান বক্তা হিসেবে ছিলেন বিশ্বভারতী বিশ্ব বিদ্যালয়ের প্রফেসর মলয় মুখোপাধ্যায়, দিল্লী ইউনিভার্সিটির প্রফেসর আর. বি. সিং, আলিয়া ইউনিভার্সিটি থেকে ড: অনীশ কুমার সেন |

ওয়েবিনারে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন শানডং, চীন থেকে প্রফেসর নিকোলে, রায়গঞ্জ ইউনিভার্সিটি থেকে ড: তাপস পাল, নর্থ-ইস্টার্ন হিলি ইউনিভার্সিটির প্রফেসর ডি. কে. নায়েক, কলকাতা ইউনিভার্সিটির প্রফেসর রঞ্জন বসু, বর্ধমান ইউনিভার্সিটি থেকে প্রফেসর গিয়াসুদ্দিন সিদ্দিকী প্রমুখ | প্রফেসর ইসমাইল বলেন ভূগোল বিষয়টি সীমাবদ্ধ নয়, সময়ের সাথে ভূগোল তার চিরাচরিত সীমাবদ্ধতা ভাঙছে নতুন সেই থেকেই এই ওয়েবিনারের বিষয় নির্ধারণ করা | পশ্চিমবঙ্গের কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিদেশী অতিথি বক্তাদের গুরুত্বপূর্ণ মতবাদে আমরা অবিভুত | প্রফেসর গিয়াসুদ্দিন সিদ্দিকী জানান শিক্ষা ব্যবস্থা এখন ডিজিটাল নির্ভর তাই এই ধরণের ওয়েবিনার গুলো গবেষক-শিক্ষার্থীদের জন্য খুবই প্রয়োজনীয় |

রঞ্জন বসু জিওগ্রাফিকাল রিসার্চ ডেভেলপমেন্ট নিয়ে বক্তব্য রাখেন |ওয়েবিনারে নতুন এডুকেশন পলিসি, জিওস্পেটিয়াল টেকনোলোজির প্রয়োজন, বিভিন্ন হেলথ ইস্যুগুলোর সাথে জিওগ্রাফির বর্তমান অবস্থা এবং বিভিন্ন গবেষণার বিষয় নিয়ে আলোচনা হয় | বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর মলয় মুখোপাধ্যায় তার প্রতি কথায় এডুকেশন পলিসি সাথে জিওগ্রাফির বিভিন্ন নতুন সম্ভবনাময় বিষয় গুলি নিয়ে বক্তব্য রাখেন | রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড: তাপস পাল এক নতুন মাত্রিক ভূগোলের বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ারিং টেকনোলোজির সাথে সামাজিক ও মানব ভূগোলের অন্তকরণ একটি নতুন ভূগোলের সৃষ্টি করবে, সাথে স্থিতিশীল ভূগোল-শিক্ষা, ই-লার্নিং নিয়েও তিনি বক্তব্য রাখেন | ওয়েবিনারে দেশ-বিদেশের শিক্ষাবিদদের উপস্থিতির সাথে দুদিনের এই ওয়েবিনারে আব্দুল গণিখান কলেজে ডিজিটালি চাঁদের হাট বসেছিল |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *