October 26, 2024

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে ভারতীয় পুরাতাত্বিক বিভাগের সার্কেল অফিসের ঘোষণা

1 min read

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে ভারতীয় পুরাতাত্বিক বিভাগের সার্কেল অফিসের ঘোষণা

তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ,২৬,আগস্ট: রায়গঞ্জের ভৌগোলিক মানচিত্রে সুচিত হল এক নুতন অধ্যায়।ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর মাগ দর্শনে এবং প্রহ্লাদ প্যাটেলের ঐকান্তিক প্রচেষ্টায় রায়গঞ্জ শহরে ভারতীয় পুরাতাত্বিক বিভাগের একটি সার্কেল অফিস স্থাপনের ঘোষণা করা হয়।এই ঘটনায় উত্তর দিনাজপুর সহ উত্তরবঙ্গের পুরাতত্বের ব্যাপক উন্নয়ন ঘটবে বলে অনেকেই মনে করছে।

এই ঘটনায় পুরাতাত্বিক ডঃ বৃন্দাবন ঘোষ বলেন এই ধরনের একটি সার্কেল অফিস রায়গঞ্জে হবার ফলে এই এলাকার পুরাত্ত্বত বিষয়ক ঘটনা এবং অনেক অজানা তথ্যের সন্ধান এই জেলার মানুষ পাবে বলে তার দৃঢ় বিশ্বাস

।উত্তর দিনাজপুর একটি ঐতিহ্যবাহী জেলা। তার ফলে ইতিমধ্যে এই জেলায় জেলা সংগ্রহালয় গড়ে উঠেছে। ছয়টি ঐতিহাসিক সৌধকে হেরিটেজ সংস্কার করেছে।ডিসেম্বর মাসে রাজ্য প্রত্নতত্ত্ব বিভাগ এই জেলার একষট্টিটি ঐতিহাসিক স্থান সমীক্ষা করেছে। এখন জেলায় ভারতীয় পু্রাতত্ত্ব বিভাগের একটি সার্কেল অফিস খোলার কথা ঘোষণা করা হল। এসব প্রাপ্তি জেলার ইতিহাসকে সমৃদ্ধ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *