October 26, 2024

করোনা আবহের মধ্যেই পতঙ্গবাহী ডেঙ্গু মোকাবিলায় কালিয়াগঞ্জে ব্লকে সপ্তাহব্যাপী কর্মসূচি,কর্মীদের হাতে তুলে দেওয়া হল মোকাবিলার সামগ্রী

1 min read

করোনা আবহের মধ্যেই পতঙ্গবাহী ডেঙ্গু মোকাবিলায় কালিয়াগঞ্জে ব্লকে সপ্তাহব্যাপী কর্মসূচি,কর্মীদের হাতে তুলে দেওয়া হল মোকাবিলার সামগ্রী

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৫,আগস্ট:একা রামে রক্ষা নেই সুগ্রীব দোসর।উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকে করোনা আবহে যখন প্রশাসনকে হিমশিম খেতে হচ্ছে তখন পতঙ্গবাহী ডেঙ্গু রোধে ব্লক প্রশাসনকে আবার সপ্তাহ ব্যাপী কর্মসূচি নিতে হল।

 

যা কালিয়াগঞ্জ ব্লকে শুরু হল বুধবার থেকে।জানা যায় ডেঙ্গু দমনে এই পরিচ্ছন্নতা সপ্তাহ চলবে আগামী ৩১শে আগস্ট পর্যন্ত।কালিয়াগঞ্জ ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক পরিমল দাস বলেন ডেঙ্গু দমনে যারা কালিয়াগঞ্জ ব্লকের সর্বত্র এই পরিচ্ছন্নতার কাজের সাথে যুক্ত থাকবে বুধবার ব্লক প্রসাশন থেকে এই কাজের সহায়তার জন্য কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সমগ্রী তাদের হাতে তুলে দিলেন বলে যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক পরিমল দাস জানান।

কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ বলেন ব্লকের মানুষদের করোনা এবং ডেঙ্গু থেকে সাবধানতা অবলম্বন করা আমাদের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে।আমরা সবাই মিলে সি এর প্রতিরোধ মোকাবিলায় নেমেছি।কালিয়াগঞ্জ ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক পরিমল দাস বলেন কালিয়াগঞ্জ ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েত সহ কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি আলাদা আলাদা টিমে বিভক্ত হয়ে এই কাজে নেমে পড়েছে এবং যুদ্ধকালীন তৎপরতার সাথে এই কাজ করছে।এই সপ্তাহব্যাপী ব্লকের ৮ টি গ্রাম পঞ্চায়েতের সর্বত্র যেখানে যেখানে ঝোপ ঝাড় আছে,জলজমা হয়ে আছে সেই সব স্থানে প্রচুর পরিমানে ব্লিচিং পাউডার ছড়ানো হবে,মশা মাছি দমনে স্প্রে করা হবে এবং তার সাথে স্যানিটাইজেশনের কাজ চলবে।কালিয়াগঞ্জ ব্লকের গ্রামেগঞ্জে যত বিদ্যালয় আছে সেই সব বিদ্যালয়েও স্যানিটাইজ করা হবে বলে পরিমল দাস জানান।তিনি বলেন ডেঙ্গুর মত মশাবাহিত অসুখের সাথে সাথে করোনা মোকাবিলার কাজও যথেষ্ট গুরুত্ব সহকারে সপ্তাহ ব্যাপী কর্মসূচির অঙ্গ হিসাবে চলতে থাকবে ৩১শে আগস্ট পর্যন্ত।জানা যায় এই সপ্তাহ ব্যাপী ডেঙ্গু দমন অভিযানে প্রশিক্ষণ।প্রাপ্ত ভিআরপি দের সাহায্য নেওয়া হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *