October 26, 2024

পেশায় পুলিশকর্মী হলেও নেশায় সমাজকর্মী বাপন দাস

1 min read

পেশায় পুলিশকর্মী হলেও নেশায় সমাজকর্মী বাপন দাস

এক ব্যতিক্রমী উদ্যোগ কলকাতা পুলিশ কর্মী বাপন দাস এর পেশায় উনি পুলিশকর্মী হলেও নেশায় উনি সমাজকর্মী । বর্তমানে তিনি দমদমের সাংসদ সৌগত রায়ের দেহরক্ষী হিসেবে কাজ করছেন । যখনই ছুটি থাকে সেই কলকাতায় হোক বা উত্তরবঙ্গ বিভিন্ন রকম সামাজিক কাজ করে মানুষের পাশে দাঁড়ায় ।

আজ তিনি কলকাতার এস এস কে এম হসপিটাল গিয়ে পুলিশ স্বাস্থ্যকর্মী ও রোগীর পরিবারের লোকজনদের মাক্স স্যানিটাইজার সাবান বিনে পয়সায় দিলেন । বাপন দাস বলেন আজ সকালে ডিউটি ছিল তাই দুপুরে এই কর্মসূচি নিয়েছি । পিজি হাসপাতাল রাজ্যের মধ্যে সবথেকে বড় এখানে প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ আসে রোগীদের নিয়ে লকডাউন এর জন্য দোকানপাট বন্ধ তাই পরিবারের লোকজন, স্বাস্থ্যকর্মী ও পুলিশ কর্মীদের বিনে পয়সায় দেওয়া হল । বাপন দাস এর সহকর্মী রাজু মন্ডল জানান খুব ভালো লাগে বন্ধু বাপনের এসব কর্মকান্ড দেখে । বিনে পয়সায় মাক্স স্যানিটাইজার এবং সাবান পেয়ে খুশি গরবেতা আমিনা বেগম, মুর্শিদাবাদের অনিমেষ মন্ডল এবং ক্যানিংয়ের সবিতা নস্কর ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *