October 26, 2024

১০৫ কিমি সাইকেল চালাল বাবা ছেলেকে পরীক্ষা দিতে নিয়ে যেতে

1 min read

১০৫ কিমি সাইকেল চালাল বাবা ছেলেকে পরীক্ষা দিতে নিয়ে যেতে

করোনার জেরে বিগত কয়েকমাস ধরে নানান সমস্যার মধ্যে পড়ে রয়েছে মানুষ। বেশ কিছু জায়গায় এখনও বাস বা অন্য গাড়ির পরিষেবা আগের মতো স্বাভাবিক হয়নি। এমন পরিস্থিতিতে সবচেয়ে সমস্যায় দরিদ্ররা। মধ্যপ্রদেশ থেকে সামনে এসেছে তেমনই এক ঘটনার কথা। এক বাবা তাঁর ছেলেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে ১০৫ কিমি রাস্তা ছেলেকে নিয়ে সাইকেলে অতিক্রম করেছে।প্রশ্ন উঠতে পারে এখন এই করোনা মহামারির মধ্যে আবার কী পরীক্ষা? আসল ব্যাপার হল, দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়নি তাঁদের জন্য মধ্যপ্রদেশ সরকার ‘রুক যানা নেহি’ অভিযান শুরু করেছে।

এতে পরেক্ষায় ফেল হওয়া ছাত্ররা আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে। সেই পরীক্ষা শুরু হয়েছে।বৈদ্যপুরার বাসিন্দা শোভারামের ছেলে আশীষের দশম শ্রেণির পরীক্ষা পড়ায় সে নিজের ছেলেকে সাইকেলে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যায়। জেলার একটি জায়গাতেই এই পরীক্ষাকেন্দ্র রাখা হয়। অন্যদিকে করোনার জেরে বাসের স্বাভাবিক চলাচল না থাকায় এবং দারিদ্রতার জেরে সাইকেল ছাড়া অন্য উপায় ছিল না শোভারামের কাছে।সাইকেলে করেই খাবার ও পানীয় নিয়ে বেরিয়ে ছিল তাঁরা। এক রাত্রি রাস্তায় কাটিয়ে পরের দিন পরীক্ষা কেন্দ্রে পৌঁছায় বাবা ও ছেলে। জানা গিয়েছে, বাবা শোভারাম নিরক্ষর। কিন্তু শিক্ষার গুরুত্ব বুঝে সে তাঁর ছেলেকে পরীক্ষা দিতে নিয়ে গিয়েছে ১০৫ কিমি সাইকেলে করে।প্রশাসন ঘটনার কথা জানতে পেরে পাশে এসে দাঁড়িয়েছে পিতা পুত্রের। ২৪ তারিখ অবধি পরীক্ষা থাকায়, এই কদিন তাঁদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *