October 26, 2024

গ্রামের ছেলে-মেয়েদের বিয়ে ভেঙে যাছে প্রতিবাদে ধানের চারা লাগিয়ে ও মাছ ছেড়ে বিক্ষোভ

1 min read

 গ্রামের ছেলে-মেয়েদের বিয়ে ভেঙে যাছে, প্রতিবাদে ধানের চারা লাগিয়ে ও মাছ ছেড়ে বিক্ষোভ

মালদা– রাস্তা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে মালদা জেলার চাঁচল থানার মালতিপুর গ্রাম পঞ্চায়েতের চিলা পাড়া এলাকার বাসিন্দারা রাস্তায় মাছের পোনা ছেড়ে ও ধানের চারা রোপণের মধ্য দিয়ে বিক্ষোভে সরব হন। চিলা পাড়া থেকে সাকর কলা পর্যন্ত দীর্ঘ প্রায় ৫ কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পরে রয়েছে।

প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটছে ওই রাস্তায়। দীর্ঘ প্রায় ৭০ বছর ধরে রাস্তা বেহাল থাকার কারণে চিলা পাড়া এলাকার স্থানীয় বাসিন্দারা রাস্তা সংস্কারের জোরালো দাবি তুলেছেন। রাস্তা বেহাল হওয়ায় বর্ষার শুরুতেই চলাচল ব্যবস্থা অচল হয়ে পড়েছে। এক হাঁটু কাদা ভেঙে পারাপার করতে হয় স্থানীয়দের। এরই প্রতিবাদে বিক্ষোভ দেখান স্থানীয়রা।স্থানীয় সূত্রে জানা গেছে ,চিলাপাড়া থেকে সাকর কলা পর্যন্ত রাস্তাটি স্বাধীনতার পর থেকেই বেহাল অবস্থায় পরে রয়েছে। মূলত ২০ টি গ্রামর কয়েক হাজার মানুষকে নিত্যদিন ওই বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। লালগঞ্জ,পরানী নগর,মহকুমা, বত্রিশ কলা, মির্জাতপুর ও পাঠানপাড়া সহ বিভিন্ন এলাকার সঙ্গে সরাসরি সংযোগ রয়েছে এই রাস্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *