October 26, 2024

সুন্দরবনের জঙ্গলে ফের বাঘের আক্রমণে নিহত মৎস্যজীবী

1 min read

সুন্দরবনের জঙ্গলে ফের বাঘের আক্রমণে নিহত মৎস্যজীবী

সুন্দরবনের খাড়িতে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে নিহত হলেন এক মৎস্যজীবী। নিহত মৎস্যজীবীর নাম ধরণী মন্ডল (৫০)।মঙ্গলবার পাঁচজনের মৎস্যজীবীর একটি দল সরকারি অনুমতি নিয়েই সুন্দরবনের ঝিলা জঙ্গলে গিয়েছিলেন মাছ ধরতে।

সেখানেই বাঘের আক্রমণে নিহত হলেন ওই মৎস্যজীবী। সজনেখালি রেঞ্জ অফিসের মধ্যে হওয়ায় মৎস্যজীবীর দলটি এসে বনদপ্তরের অফিসে খবর দেন। তবে অন্য সঙ্গীরা নিখোঁজ মৎস্যজীবীকে ফিরিয়ে আনতে পারেনি। নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে তল্লাশি শুরু করেছে ব্যাঘ্র প্রকল্পের কর্মীরা।নিহত মৎস্যজীবীর বাড়ি সুন্দরবনের ছোট মোল্লাখালি উপকূলীয় থানার কুমিরমারি গ্রামে। সুন্দরবনের জঙ্গলে মাছ ধরে জীবিকা নির্বাহ করাই ছিল পেশা। সেইমতো জঙ্গলে মাছ ধরতে গিয়েছিল সরকারি অনুমতি নিয়েই। জঙ্গলের মধ্যে নদীর খাড়িতে জাল পাতার সময় হঠাৎই বাঘ এসে আক্রমণ করে এবং তুলে নিয়ে যায় ওই মৎস্যজীবীকে। বনদপ্তর এর তরফ থেকে ওই মৎসজীবীকে বাঘে নিয়ে যাওয়ার কথা স্বীকার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *