October 26, 2024

তৃণমূলের ২১শের শহীদ দিবস এবার করোনা আবহে গ্রামগঞ্জের বুথে বুথের সাথে কালিয়াগঞ্জ শহরেও পালিত

1 min read

তৃণমূলের ২১শের শহীদ দিবস এবার করোনা আবহে গ্রামগঞ্জের বুথে বুথের সাথে কালিয়াগঞ্জ শহরেও পালিত

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর,২১জুলাই:অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে তৃণমূলের ২১শের শহীদ দিবসের স্মরণ সভার অনুষ্ঠান এবার কালিয়াগঞ্জ ব্লক ও শহরেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। কালিয়াগঞ্জ শহরে তৃণমূলের ২১শের শহীদ দিবস স্মরণ অনুষ্ঠান দুপুর দেড়টার কালিয়াগঞ্জ শহর তৃণমূলের দলীয় কার্যালয়ে শহীদ বেদীতে মাল্য দানের মধ্য দিয়ে দলীয় বিধায়ক তপন দেবসিংহ সূচনা করেন।দলীয় পতাকা উত্তোলন করেন তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ।

উপস্থিত থেকে মাল্য দান করেন কালিয়াগঞ্জ শহর তৃণমূলের সভাপতি কার্তিক পাল,,ব্লক সভাপতি নিতাই বৈশ্য,তৃণমূল নেতা কমল ঘোষ প্রাক্তন উপ-পৌরপিতা বসন্ত রায়,শহর তৃণমূল যুব সভাপতি অমিত দেবগুপ্ত,প্রাক্তন কমিশনার ঈশ্বর রজক, ক্রীড়া সংগঠক উত্তম ভট্টাচার্য,তৃণমূল নেতা চন্দন ঘোষ এবং তৃণমূলের দুই শিক্ষক নেতা মঃ ইজাবুল হক এবং জাহাঙ্গীর কবীর।

অপরদিকে কালিয়াগঞ্জ শহরের ৮নম্বর ওয়ার্ডে তৃণমূল শহর সভাপতি কার্তিক চন্দ্র পাল দলীয় সমর্থকদের নিয়ে যথাযথ মর্যাদায় শহীদ দিবস পালন করেন।

শহরের ১৩ নম্বর ওয়ার্ডের মহেন্দ্রগঞ্জ বাজার মোড়ের তৃণমূলের দলীয় কার্যালযে পতাকা উত্তোলন করেন ওয়ার্ড সভাপতি প্রকাশ কুন্ডু।

শহীদ বেদীতে মাল্যদান করেন প্রাক্তন কমিশনার ঈশ্বর রজক তৃণমূল নেতা চন্দন ঘোষ,তৃণমূল নেতা সুদীপ ভট্টাচার্য সহ অনেকে।প্রাক্তন কমিশনার ঈশ্বর রজক তৃণমূলের ২১ শে জুলাইয়ের শহীদ দিবসের তাৎপর্য উপস্থিত তৃণমূল নেতা ও সমর্থকদের সামনে ব্যাখ্যা করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *