October 26, 2024

এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের সার্বিক ফলাফল

1 min read

এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের সার্বিক ফলাফল

তপন চক্রবর্তী- কালিয়াগঞ্জ,(উত্তর দিনাজপুর)২০জুলাই:,২০২০ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল সম্প্রতি সরকারী ভাবে প্রকাশ হয়েছে।সার্বিক ভাবে দেখতে গেলে কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ফলাফল বিগত বছরের তুলনায় নিঃসন্দেহে ভালো বলা যায়।

এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সারা রাজ্যে সম্ভাব্য অষ্টম স্থান অধিকার করে সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছে বিদ্যালয়ের কৃতি ছাত্রী হর্ষিতা পাল , তার প্রাপ্ত নম্বর ৪৯২ বিভিন্ন বিষয়ে তার নম্বর হলো-বাংলা ৯৯, ইংরেজি ৯২ শিক্ষা বিজ্ঞান ৯৯, অর্থনীতি ৯৯, ভূগোল ৯৯, দর্শনে-৯৬।বিজ্ঞান বিভাগে কালিয়াগঞ্জ পৌরসভার মধ্যে সম্ভাব্য দ্বিতীয় স্থান অর্জন করেছে কালিয়াগঞ্জ সরলা সুন্দরী বিদ্যালয়ের কৃতি ছাত্রী ঋদ্ধি মোদক , তার প্রাপ্ত নম্বর: ৪৮৭।এছাড়া নম্বরের ভিত্তিতে বিদ্যালয়ে সেরা পাঁচের তালিকায় বিজ্ঞান বিভাগে : কস্তুরী ঘোষ ৪৮৫ বিজ্ঞান বিভাগে প্রেরণা পাল ৪৮৩, কলা বিভাগে পরিণীতা সরকার ৪৮৩ নম্বর পেয়ে যথেষ্টই কৃতিত্ব দেখিয়েছে,রানী সাহা কলা বিভাগে-৪৮২ রর্নিত সরকার বিজ্ঞান ৪৮২ নম্বর পেয়েছে বলে জানা যায়।কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ দেবশর্মাএক সাক্ষাৎকারে জানান এবারে করোনা ভাইরাস ছাত্র ছাত্রীদের পরীক্ষার ব্যাপারে নানা ভাবে আতঙ্কিত করে রেখেছিল।অবশেষে যা হবার তাই হয়েছে।যা কোনদিনও এ রাজ্যে হয়নি।তাছাড়া প্রাকৃতিক দুর্যোগ এভাবেই আসে।এর মধ্যেও আমার বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা খুব ভালো ফল করেছে নিঃসন্দেহে।আমি এবং আমার বিদ্যালয়ের পক্ষ থেকে ওদের আশীর্বাদ করছি আমার বিদ্যালয়ের সফল ছাত্র ছাত্রীরা ভবিষ্যতে অনেক বড় পরীক্ষার সন্মুখীন হয়ে নিজের যোগ্যতার ভিত্তিতেউত্তীর্ণ হয়ে জীবনে প্রতিষ্টিত হবেই এটাই আমার আশীর্বাদ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *