October 26, 2024

কালিয়াগঞ্জ শহরে পুনরায় যাতে লকডাউন করা হয় তার জন্য জেলাশাসক কে চিঠি দিলেন পৌর প্রশাসক কার্তিক চন্দ্র পাল।

1 min read

কালিয়াগঞ্জ শহরে পুনরায় যাতে লকডাউন করা হয় তার জন্য জেলাশাসক কে চিঠি দিলেন পৌর প্রশাসক কার্তিক চন্দ্র পাল।

তন্ময় চক্রবর্তী।কালিয়াগঞ্জ শহরে   লকডাউন চেয়ে জেলাশাসক কে চিঠি দিল পৌর প্রশাসক কার্তিক চন্দ্র পাল। কালিয়াগঞ্জ শহরে কয়েকদিন আগে  কয়েকজন  করণা আক্রান্ত হওয়ার পর আবারো আজকে দুই জনের শরীরে করণা আক্রান্তের হদিস মেলায় চিন্তিত হয়ে পড়েছে পৌর প্রশাসন। অবশেষে কালিয়াগঞ্জ এ পুনরায় লকডাউন করার জন্য আবেদন জানাল জেলাশাসক কে পৌর প্রশাসক কার্তিক চন্দ্র পাল আজ একটি চিঠি দিয়ে। কালিয়াগঞ্জ এর পৌর প্রশাসক কার্তিক চন্দ্র পাল বলেন, কালিয়াগঞ্জ পৌরসভা করনা ভাইরাসের মোকাবেলায় যথেষ্ট তৎপরতার সাথে কাজ করছে দিবারাত।

 

তবুও কালিয়াগঞ্জ শহরে দোকানপাট যেমন খুলছে তেমনি যানবাহন চলাচল করছে এবং সাধারণ মানুষেরা আগের মতন করেই স্বাভাবিক ভাবেই ঘোরাফেরা করছে। বহু মানুষকে দেখা যাচ্ছে অসচেতনভাবে ঘোরাঘুরি করতে। এমন অবস্থায় গত কয়েকদিন আগে দুইজনের শরীরে করনা ভাইরাস হদিস মেলার পর আজ আবারো করোনা  আক্রান্তের হদিশ পাওয়া যায়। এমন অবস্থায় দাঁড়িয়ে কালিয়াগঞ্জ শহরকে পুনরায় লকডাউন যাতে করা হয় এই আবেদন করে  করোনাভাইরাস মোকাবেলায় পৌর প্রশাসক আবেদন করলেন জেলাশাসক কে এক চিঠির মাধ্যমে।কালিয়াগঞ্জ এর পৌর প্রশাসক কার্তিক চন্দ্র পাল জানান, কালিয়াগঞ্জ বাঁশির সুরক্ষায় তিনি সব সময় নজর দেন। তাই তার মনে হয়েছে নতুন করে যদি লকডাউন হয় কালিয়াগঞ্জ শহরে তাহলে অনেকটাই সুরক্ষিত থাকবে কালিয়াগঞ্জ শহর।তাই সাধারণ মানুষের কথা ভেবে তিনি এই ধরনের একটি সিদ্ধান্ত কথা জেলাশাসককে জানিয়েছেন। এদিকে সাধারণ মানুষদেরও বলতে শোনা যায় যে কালিয়াগঞ্জ শহরে লকডাউন খুবই দরকার। করোনাভাইরাস মোকাবেলায়। অনেকের রুটি-রুজি তে টান পড়বে ঠিকই কিন্তু আগে জীবন বাঁচার লড়াই তারপরে অন্য কিছু। তাই পৌরসভার এই সিদ্ধান্তকে সাধারণ মানুষরাও স্বাগত জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *