October 26, 2024

রেল বেসরকারী করনের প্রতিবাদে কালিয়াগঞ্জ স্টেশনে ১২ই জুলাই ও সিটুর বিক্ষোভ ও ডেপুটেশন

1 min read

রেল বেসরকারী করনের প্রতিবাদে কালিয়াগঞ্জ স্টেশনে ১২ই জুলাই ও সিটুর বিক্ষোভ ও ডেপুটেশন

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,(উত্তর দিনাজপুর)১৮জুলাই: ভারতের ঐতিহ্যবাহী রেল শিল্পকে বেসরকারি করন সহ কেন্দ্রের মোদি সরকারের বিভিন্ন অগণতান্ত্রিক সিধান্তের প্রতিবাদে শনিবার সকালে কালিয়াগঞ্জ রেল স্টেশনে ১২ই জুলাই কমিটি ও সিটুর কালিয়াগঞ্জ শাখার পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

 

 

বিক্ষোবের নেতৃত্বে ছিলেন ১২ই জুলাই কমিটির পক্ষ থেকে শীতল আচার্য, শান্তনু বিশ্বাস,সিটুর পক্ষ থেকে মনোরঞ্জন পাটোয়ারী,দ্বিগেন রায়,রাধিকা রঞ্জন দেবভূতি, জ্যোতি বিকাশ ভদ্র,তপন কুমার চক্রবর্তী সহ দুই বাম সংগঠনের নেতৃবৃন্দ ও সমর্থকগন।

কালিয়াগঞ্জ রেল স্টেশন চত্বরে রেল শিল্প ও কয়লা শিল্পের বেসরকারি করনের প্রতিবাদে জ্বালাময়ী বক্তব্য রাখেন সান্তনু বিশ্বাস,মনোরঞ্জন পাটোয়ারী,দ্বিগেন রায়,শীতল আচার্য,সন্তোষ ঘোষ,অয়ন দত্ত সহ বেশ কয়েকজন।পরে ১২,জুলাই কমিটি ও সিটুর পক্ষ থেকে কালিয়াগঞ্জ রেল স্টেশনের স্টেশন ম্যানেজার বিশ্বজিৎ স্বর্ণকারের নিকট ডেপুটেশন দেওয়া হয়।স্টেশন ম্যানেজার বিশ্বজিৎ স্বর্ণকার ডেপুটেশন কারীদের উদ্দেশ্যে বলেন তিনি গ্রহণ করা স্মারকলিপিটি উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য পাঠিয়ে দেবেন বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *