October 26, 2024

কালিয়াগঞ্জ শহরকে টপকিয়ে প্রত্যন্ত গ্রাম তরঙ্গপুর ও বরুনা গ্রামের দুই মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে সারা ফেললো

1 min read

কালিয়াগঞ্জ শহরকে টপকিয়ে প্রত্যন্ত গ্রাম তরঙ্গপুর ও বরুনা গ্রামের দুই মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে সারা ফেললো

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,(উত্তর দিনাজপুর),১৭ জুলাই: শুক্রবার উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হতেই উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের প্রত্যন্ত তরঙ্গপুর ও বরুনা গ্রাম আনন্দে মেতে উঠলো উচ্চ মাধ্যমিকের ফলাফল জানতে পেরে।

জানা যায় কালিয়াগঞ্জ ব্লকের তরঙ্গপুর নন্দ কুমার উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মুস্তাফা নগর গ্রামের হত দরিদ্র পরিবারের মীরা দেবশর্মা এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৫০০ নম্বরের মধ্যে ৪৯৭ নম্বর পেয়ে রাজ্যে স্থান করে নিতে পেরেছে।

অপর দিকে ব্লকের প্রত্যন্ত গ্রাম বরুনার প্রাণ প্রিয় বিদ্যাপীঠের ছাত্রী মুন্ডা সম্প্রদায়ের মেয়ে মেহেন্দি পাড়ার হত দরিদ্র ঘরের গৌতমি পাহান উচ্চ মাধ্যমিকে মোট ৫০০ নম্বরের মধ্যে ৪৯৪ পাওয়ায় এই দুই ছাত্রীদের সাফল্যে খুশির জোয়ার দেখা যায়।তরঙ্গপুর নন্দ কুমার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ দাস বলেন মীরা দেবশর্মা পড়াশোনায় অবশ্যই ভালো।কিন্তু রাজ্যের মধ্যে একটা স্থান পাওয়ায় আমরা বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকারা এই সোনার মেয়ের জন্য সত্যি সত্যিই গর্ব বোধ করছি।

অপর দিকে ব বরুনা প্রাণ প্রিয় বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সুশান্ত সরকার বলেন গৌতমি পাহান আমাদের অহংকার।গৌতমির জন্য আজ রাজ্য স্তরে আমাদের বিদ্যালয়ের সুনাম ছড়িয়ে পড়েছে।এর চেয়ে আর বড় কি হতে পারে।কালিয়াগঞ্জ ব্লকের বিশিষ্ট সমাজ সেবী অসীম ঘোষ বলেন এই রাজ্যে গ্রাম বাংলার ছেলে মেয়েরা এখন শহরের সাথে টেক্কা দিতে পারছে এর থেকেই বোঝা যায় এই রাজ্যের শিক্ষা ব্যবস্থার যে উন্নয়ন ঘটছে তা পরিস্কার।আমরা চাই শহরের ছেলে মেয়েদের সাথে গ্রাম বাঙলার তফাতটা ঘুচে যাক।আমি আমাদের গ্রামের দুই ছাত্রীর সাফল্যে ওদের অভিনন্দন জানাই।মীরা ও গৌতমি দুজনেই জীবনে প্রতিষ্টিত হয়ে দেশের উপকারে লাগুক।কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেব সিংহ দুজনের অসাধারন সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *