October 26, 2024

নিখিলবঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগে বালাবন্দ গ্রামে ছাত্র ছাত্রীদের শিক্ষা সামগ্রী প্রদান ও সচেনতার পাঠ দান

1 min read

নিখিলবঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগে বালাবন্দ গ্রামে ছাত্র ছাত্রীদের শিক্ষা সামগ্রী প্রদান ও সচেনতার পাঠ দান

তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–৫জুলাই: রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ১০নম্বর মালগাঁও অঞ্চলের বালাবন্দ গ্রামের দুস্থ্য ছাত্র ছাত্রীদের মধ্যে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির কালিয়াগঞ্জ ইউনিটের পক্ষ থেকে এবং এস এফ আই এর সহায়তায় শিক্ষা উপকরণ দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলার সম্পাদক বিপুল মৈত্র

ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য বলেন তোমরা বাড়ীতে বসে দিন না কাটিয়ে পড়াশোনা কর এবং তার সাথে সবচেয়ে বড় কাজ তোমাদের গ্রামের সাধারণ মানুষদের মধ্যে করোনা সম্পর্কে সচেতনতার কাজ কর। তাহলে এখনো যারা মাস্ক পড়েনা,হাত ভালো করে ধোয় না বা গ্রামে গঞ্জে

সামাজিক দূরত্ব বজায় না রেখে চলাফেরা করছে কিছুটা হলেও তোমাদের মাধ্যমে সচেতন হতে পারবে।তোমরা মানুষদের বোঝাতে পারবে করোনা নামক এই ত্রাসের ভয়াবহতা কতটা মারাত্মক।আজকের এই শিক্ষা উপকরণ দেওয়া ও সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন

নিখিলবঙ্গ শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলার বিশিষ্ট নেতা তপন কুমার চক্রবর্তী,শিবেশ কুন্ডু,কার্তিক পাহান এবং তমাল বোস সহ বিশিষ্ট শিক্ষকগন।১৫০জন ছাত্র ছাত্রীদের মধ্যে এই শিক্ষার উপকরণ সহ বিস্কুট দেওয়া হয় প্রত্যেকের হাতে। ছাত্র ছাত্রীরা এই সমস্ত উপকরণ পেয়ে ভীষন খুশি বলে জানা যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *