ছয়মাসের বিদ্যুতের বিল মুকুব সহ ছয় দফা দাবিতে বিদ্যুৎ দপ্তরে সিপিআইএমের বিক্ষোভ ও ডেপুটেশন
1 min readছয়মাসের বিদ্যুতের বিল মুকুব সহ ছয় দফা দাবিতে বিদ্যুৎ দপ্তরে সিপিআইএমের বিক্ষোভ ও ডেপুটেশন
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর),৩০ জুন:লকডাউনের কারনে মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে।সংসার চলছে সাহায্যের উপর।তাই বিদ্যুতের বিল দেবার কোন প্রশ্নই ওঠেনা।সেই কারণে বিদ্যুতের বিল মুকুবের দাবিতে কালিয়াগঞ্জের পথে নামলো সিপিআইএম।মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বিদ্যুৎ বন্টন দপ্তরে প্রথমে বিক্ষোভ এবং পরে স্টেশন ম্যানেজারের নিকট ৬দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেওয়া হয়।ছয় দফা দাবিগুলির অন্যতম দাবিগুলি ছিল লকডাউনের কারনে সকলের ক্ষেত্রে ৬ মাসের বিদ্যুৎ বিল মুকুব করতে হবে,গ্রামের কৃষকদের আমন চাষের ক্ষেত্রে বিদ্যুতের বিল সম্পুর্ন মুকুব করতে হবে,ক্রমাগত বিদ্যুতের বর্ধিত মূল্য বাতিল করতে হবে,প্রতিমাসে মিটার রিডিং নিয়ে মাসে মাসে বিল জমা নেবার ব্যবস্থা করতে হবে এবং নূতনভাবে বিদ্যুতের জন্য আবেদন করার পরও সংযুক্তিকরনের ক্ষেত্রে অযথা বিলম্ব করা চলবে না
।কালিয়াগঞ্জ বিদ্যুৎ বন্টন দপ্তরের স্টেশন ম্যানেজার এস,কানরার স্মারকলিপিটি গ্রহণ করে ডেপুটেশনকারীদের উদ্দেশ্যে বলেন তিনি উর্ধতন কর্তৃপক্ষের নিকট স্মারকলিপিটি পাঠিয়ে দেবেন।
ডেপুটেশনের নেত্রীত্বদেন সিপিআইএমের কালিয়াগঞ্জ উত্তর এরিয়া কমিটির সম্পাদক মনোরঞ্জন পাটোয়ারী। সঙ্গে ছিলেন সিটুর দিগেন রায়, তমাল বোস,এবি টি এর অয়ন দত্ত,মনোতোষ সমাজদার ও মজিরুদ্দিন আহমেদ।