ইসলামপুর এ সিধু কানুর মূর্তির পাদদেশে ১৬৬ তম হুল দিবস পালিত হল
1 min readইসলামপুর এ সিধু কানুর মূর্তির পাদদেশে ১৬৬ তম হুল দিবস পালিত হল
দেবব্রত চক্রবর্তী ইসলামপুর ইসলামপুর নিউ টাউন রোড এলাকায় সিধু কানুর মূর্তির পাদদেশে ১৬৬ তম হুল দিবস পালিত হল। আদিবাসী সমাজের সাধারণ মানুষ আজ সিধু কানুর মূর্তিতে মাল্যদান মোমবাতি প্রজ্জ্বলন
পুষ্পোদ্যান করেন। জাস্কেল হাঁসদা আদিবাসী নেতা জানান আজকের এই দিনে আমরা বিভিন্ন অনুষ্ঠান করে আসি এইবার করুনা ভাইরাসের কারণে সমস্ত অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে যেহেতু ভারত সরকারের দেওয়া লকডাউন চলছে সেজন্য আমরা কোনো রকম কোনো অনুষ্ঠান করছি না।
তিনি আজকের দিনটিকে স্মরণ করে বলেন আজকের এই দিনেই সিধু কানু চাঁদ ভাইরা ইংরেজদের সঙ্গে লড়াই করেছিল করে প্রাণ দিয়েছিল সেই কারণেই আজকের এই দিনটিকে
আদিবাসী সমাজের কাছে মহান দিন হিসেবে গণ্য হয় এবং আমরা পালন করে আসছি ভুল দিবস হিসেবে।