October 25, 2024

টানা বৃষ্টি ও নদীর জল বেড়ে যাওয়ায় উত্তর দিনাজপুর জেলায় বন্যা পরিস্থিতি

1 min read

টানা বৃষ্টি ও নদীর জল বেড়ে যাওয়ায় উত্তর দিনাজপুর জেলায় বন্যা পরিস্থিতি

বর্তমানের কথা নিউজ সার্ভিস একটানা কয়েক দিনের বৃষ্টির ফলে উত্তর দিনাজপুর জেলার কয়েকটি ব্লকে জল বন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। গত ৭২ ঘণ্টায় জেলায় মোট বৃষ্টিপাত হয়েছে ২১৭ মিলিমিটার।

এরমধ্যে ইসলামপুর মহাকুমায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। যার  পরিমাণ১৪১.৪০ মিলিমিটার।প্রবল বৃষ্টিপাতের কারণে জেলার একদিকে যেমন রায়গঞ্জের ভাতুন গ্রাম পঞ্চায়েত,

গৌরী পঞ্চায়েতের ২০ টির  বেশি গ্রামের বেশকিছু অংশ প্লাবিত হয়েছে ঠিক একই রকমভাবে হেমতাবাদের ভারত-বাংলাদেশ সীমান্তের

এক নং চৈনগর গ্রাম পঞ্চায়েতের বর্মন পাড়া, দাসপাড়া, মাকরহাট গ্রামেও নদীর জল ঢুকে পড়ায় গ্রামে বন্যার আকার ধারণ করেছে।

পাশাপাশি কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তর শ্রীকৃষ্ণপুর, বাঘুর শমশান এলাকা সহ বেশ কিছু এলাকায় টাঙ্গন নদীর জল ঢুকে পড়ায় বন্যার আকার ধারণ করেছে।

অন্যদিকে একইভাবে প্রবল বৃষ্টির ফলে কালভার্ট ধসে যাওয়ায় জেলার গোয়ালপোখর 1 নং ব্লক এর সঙ্গে চাকুলিয়া যোগাযোগ বিচ্ছিন্ন

হয়ে গেছে ফলে সেখানকার মানুষেরা ও আতঙ্কিত হয়ে পড়েছে । সবমিলিয়ে বর্ষার শুরুতে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

এদিকে একটানা বৃষ্টির ফলে জেলার গামারি, কুলিক, নাগর, মহানন্দা, ডাউক, সুই, সুধানী, নদীর জল ক্রমেই বেড়ে চলেছে। জেলা প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *