ইন্দিরা গান্ধীর ১৯৭৫ সালের জরুরী অবস্থার জারীর দিনকে কলঙ্কময় দিন হিসাবে ধীক্কার মিছিল বের করলো বিজেপি
1 min readইন্দিরা গান্ধীর ১৯৭৫ সালের জরুরী অবস্থার জারীর দিনকে কলঙ্কময় দিন হিসাবে ধীক্কার মিছিল বের করলো বিজেপি
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ (উত্তর দিনাজপুর)-উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ সুকান্ত মোড়ের বিজেপির দলীয় কার্যালয়ে বৃহস্পতিবার বিজেপির শহর মন্ডল কমিটির পক্ষ থেকে ১৯৭৫ সালের ২৫ শে জুন দেশের প্রয়াত প্রাক্তন প্রধান মন্ত্রী ইন্দিরা গান্ধী যে জরুরী অবস্থা জারী করেছিল তাকে কলঙ্কময় দিন হিসাবে বিজেপি পালন করে।
বিজেপির কালিয়াগঞ্জ শহর মন্ডল সভাপতি ভবানী চরণ সিংহ বলেন কংগ্রেস নেত্রী তথা প্রয়াত প্রধান মন্ত্রী ইন্দিরা গান্ধী তিনি তার পরিবারের শ্বার্থেই জরুরি অবস্থা জারি করে দেশের মানুষকে চরম অসুবিধায় ফেলেছিলেন বলে কংগ্রেসের প্ৰতি দোষারোপ করেন।এই উপলক্ষে কালিয়াগঞ্জের বিজেপির শহর মন্ডল কমিটির সভাপতি ভবানী চরণ সিংহের নেতৃত্বে একটি ধীক্কার মিছিল সুকান্ত মোড় থেকে বের হয়ে সারা শহর পরিক্রমা করবার পর তা শেষ হয় মহেন্দ্রগঞ্জ নাট মন্দির প্রাঙ্গনে। এই ধীক্কার মিছিলে ভবানী চরণ সিংহ ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা গৌতম বিশ্বাস,বিজেপির কালিয়াগঞ্জ শহর মন্ডল কমিটির সাধারণ সম্পাদক অমিত সাহা,বিজেপির মহিলা নেত্রী দোলা মোদক,পম্পা দেব চৌধরী সহ বিজেপির বহু সমর্থকেরা।