January 12, 2025

নিউজের পাশাপাশি বিনোদনমূলক অনুষ্ঠান সম্প্রচারে অসংখ্য শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা বার্তায় বর্তমানের কথা।

1 min read

নিউজের পাশাপাশি বিনোদনমূলক অনুষ্ঠান সম্প্রচারে অসংখ্য শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা বার্তায় বর্তমানের কথা।

জয়ন্ত বোস,কালিয়াগঞ্জ। একদিকে করোনা ভাইরাস সংক্রমণের আতঙ্ক , অপরদিকে লকডাউন পরিস্থিতির মধ্যে থাকতে থাকতে মানুষের নাভিশ্বাস উঠেছে। চারিদিকে শুধু খবর আর খবর। এরই মধ্যে কিছুদিন আগে আমফানের বিধ্বংসী দাপটে মানুষ বিপর্যস্ত দিশেহারা।

প্রকৃতির দাবানলে পুড়ে ছারখার মানবজাতি। এমন পরিস্থিতিতে কর্মহীন হয়ে সকলের দম বন্ধ হওয়ার উপক্রম। সকল বিষয় নিয়ে নিউজ করার দায়িত্বে দিনরাত পরিশ্রম করে চলেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের নিউজ মিডিয়া ” বর্তমানের কথা”। ১৯৯৫ সাল থেকে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে ২৪ টা বছর পার করে ২৫ বছরে পদার্পণ করে ফেললো নিউজ মিডিয়া বর্তমানের কথা।

সত্যি বলতে কি, একদিকে যখন প্রকৃতির নির্মম পরিহাসে আমরা সকলে আমাদের স্বাভাবিক ছন্দ কে হারিয়ে ফেলেছি ঠিক সেই সময় বর্তমানের কথা নিউজ মিডিয়া ২৫ বছর বর্ষে পদার্পণ করে সিলভার জুবিলী বর্ষ কে এক ছন্দ, লয়, তালের মিশ্রনে মিশ্রিত করে ঘড়ে বসেই সকলের মানসিক পরিস্থিতির ছন্দ কে উদ্বেলিত করতে আয়োজন করেছে নিউজ প্রকাশনার পাশাপাশি বিনোদনমূলক অনুষ্ঠানের সম্প্রচার অর্থাৎ লাইভ টেলিকাস্ট। এক থেকে দেড় ঘন্টা সময় সপরিবারে ঘড়ে বসে সামান্য হলেও একটু স্বস্তি নেওয়ার অক্সিজেন। এই প্রতিবেদন লিখতে গিয়ে বারবার মোবাইলে বেজে উঠছে ম্যাসেজ টোন। বর্তমানের কথা নিউজ মিডিয়ার অসংখ্য পাঠকদের শুভেচ্ছা বার্তা। শুধু কালিয়াগঞ্জ নয়, এই জেলা,এই রাজ্য, এই দেশ এবং বিদেশের মাটি থেকে বর্তমানের কথা নিউজ মিডিয়া কতৃপক্ষের কাছে যেমন শুভেচ্ছা বার্তা আসছে তেমনি বর্তমানের কথা ফেসবুক পেজ লাইভে বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজক হয়ে এই প্রতিবেদনের প্রতিবেদকের কাছেও। সত্যিই সকলের শুভেচ্ছা বার্তায় আপ্লুত হয়ে ভাষা প্রকাশের জায়গা নেই। শুধুমাত্র বিনোদনমূলক অনুষ্ঠান সম্প্রচার করার জন্যে নয়, ঘড়ে ঘড়ে কত ধরনের প্রতিভা যে লুকিয়ে আছে তার সন্ধান খুঁজে পেয়ে তাদের পারফর্ম কে সকলের কাছে উপস্থাপিত করতেই বর্তমানের কথা নিউজ মিডিয়ার এই উদ্যোগ। এই সামান্য উদ্যোগ কে সাধুবাদ জানিয়ে ইতিমধ্যেই ম্যাসেজ পাঠিয়েছেন শুধু পাঠকরাই নন , সমাজের বিভিন্ন স্তরের মানুষ। কিছু কথা কিছু গান, কিছু কথা কিছু আবৃত্তি, কিছু কথা কিছু মেক আপের টিপস্, কিছু কথায় সংবাদ পর্যালোচনা, কিছু কথা কিছু বাদ্য যন্ত্র বাজিয়ে একঘন্টা লাইভ অনুষ্ঠানের আয়োজন এবং এই লকডাউন পরিস্থিতিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন বর্তমানের কথা নিউজ মিডিয়া রুমে বসে লাইভ অনুষ্ঠানে সকলের কাছে পৌঁছে দিয়েই বর্তমানের কথা নিউজ মিডিয়া সকলের কাছে সমাদৃত হয়েছে। শুধু শুভেচ্ছা বার্তাই নয়, বিভিন্ন ভাবে অনেকেই সুন্দর পরামর্শ দিয়েছেন যা আগামী দিনে পথ চলার আশীর্বাদ। প্রায় ২৪-২৫ দিন ধরে বিনোদনমূলক অনুষ্ঠান সম্প্রচারে বিভিন্ন জায়গা থেকে সম্মানিত শিল্পীরা তাদের পারফর্ম যেভাবে লাইভ অনুষ্ঠানে তুলে ধরেছেন তা সত্যিই প্রশংসনীয়। তাদের দেখাদেখি আরো অনেকেই বর্তমানের কথা ফেসবুক পেজ লাইভে অনুষ্ঠান করবেন বলে যোগাযোগ করেই চলেছেন। সকল গুনি শিল্পীদের মিলন মেলার প্লাটফর্ম তৈরি করে দিয়েছে বর্তমানের কথা নিউজ মিডিয়ার বিনোদনমূলক অনুষ্ঠান বর্তমানের কথা ফেসবুক পেজ লাইভ। ইতিমধ্যে যতই যে সকল গুনি শিল্পীদের লাইভ অনুষ্ঠানে সম্প্রচার করা হয়েছে তাদের নাম না করলেই নয়। যেমন সঙ্গীত জগতে বিশিষ্ট সঙ্গীতশিল্পী মৃনাল চক্রবর্তী, জি বাংলা সারেগামাপা ২০১০ ফার্স্ট রানার আপ সঙ্গীত শিল্পী অনীক শর্মা, ব্রততী দাস, অনিন্দিতা শর্মা, অর্কপ্রভ চক্রবর্তী ( রাহুল), দেবার্পণ দাস, সত্য নারায়ন শর্মা, ঊর্মি রায়, ঈশিতা সাহা, আদশ্রী সিনহা, পৌলমিত্রা চৌধুরী (রুপসা), স্বর্ণপদক প্রাপ্ত অল ইন্ডিয়া রেডিও শিল্পী তাপস চক্রবর্তী, স্বর্ণপদক প্রাপ্ত তবলা বাদক সৌমেন শর্মা। আবার লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী দেবশ্রী ভট্টাচার্য, প্রিয়াঙ্কা চক্রবর্তী। লাইভে আবৃত্তি পরিবেশন করে সুনাম অর্জনকারী সুমেধা চৌধুরী, সাজগোজ মেকআপ আর্টিস্ট হয়ে লাইভ অনুষ্ঠানে ছিলেন বিউটিশিয়ান রিয়া সাহা, সঙ্গীতা গুহ রায়। সংবাদ বিশ্লেষণে ছিলেন কলকাতার বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য এবং বালুরঘাটের তুহীন শুভ্র মন্ডল। তেমনি এই প্রতিবেদন প্রকাশিত হতে হতেই লাইভ অনুষ্ঠানে নিজের পারফর্ম তুলে ধরবে ১৫ই জুন ,সোমবার সন্ধ্যা সঠিক ৭ টায় বর্তমানের কথা ফেসবুক পেজ লাইভ অনুষ্ঠানে শিলিগুড়ির ৭ বছরের বিষ্ময় বালক দেবাঞ্জন মালী। ঈশ্বরের কাছ থেকে ঐশ্বরিক শক্তি না পেলে এমন হতে পারে না। এই প্রতিবেদনে সকলের কাছে আন্তরিক অনুরোধ থাকলো ১৫ই জুন দেখুন শিলিগুড়ির বিষ্ময় বালক ৭ বছরের দেবাঞ্জন মালীর অনবদ্য বিভিন্ন ধরনের গানের সাথে অক্টোপ্যাড বাজানোর ক্যারিশমা। সব মিলিয়ে বর্তমানের কথা নিউজ মিডিয়ার উদ্যোগে বিনোদনমূলক অনুষ্ঠান সম্প্রচার হচ্ছে সেখানে সকল স্তরের মানুষের সাথে সাংস্কৃতিক মনোভাবাপন্ন বিভিন্ন প্রশাসনিক কর্তাব্যক্তিরা, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষজন, ছাত্রছাত্রী, ব্যবসায়ী বন্ধুদের শুভেচ্ছা বার্তায় আপ্লুত বর্তমানের কথা নিউজ মিডিয়া। বিশেষ করে ২০২০ সাল বর্তমানের কথা নিউজ মিডিয়ার সিলভার জুবিলী বর্ষে এই শুভেচ্ছা বার্তা আগামী দিনে পথ চলার ক্ষেত্রে অনেকটাই রসদ জুগিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *