January 12, 2025

ডেকোরেটারস সমন্বয় সমিতির দাবি ডেকোরেটর শিল্পকে ক্ষুদ্র শিল্পের মর্যাদা দিয়ে তাদেরকে সরকারি অনুদান ও সহজ শর্তে ঋণ দেবার ব্যবস্থা করতে হবে

1 min read

ডেকোরেটারস সমন্বয় সমিতির দাবি ডেকোরেটর শিল্পকে ক্ষুদ্র শিল্পের মর্যাদা দিয়ে তাদেরকে সরকারি অনুদান ও সহজ শর্তে ঋণ দেবার ব্যবস্থা করতে হবে

তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)-– লকডাউনের জেরে তিন মাস গৃহবন্দি,লকডাউন কিছুটা ছাড় দিলেও কোন রকম সভা সমিতি,সাংস্কৃতিক অনুষ্ঠান সমস্ত কিছুই বন্ধ থাকায় এই অবস্থায় কালিয়াগঞ্জ শহরের যারা ডেকোরেটরস শিল্পের সাথে যুক্ত তাদের কোন রকম কাজ না থাকায় তাদের সংসার চালানো একরকম অসম্ভব হয়ে পড়েছে।

সরকার বিভিন্ন স্তরের মানুষদের বিভিন্ন ভাবে সাহায্য করলেও ডেকোরেটর্স শিল্পের সাথে যুক্ত থেকে জীবনজিবিকা নির্বাহ করে থাকে তাদের জন্য কোন সরকার উত্তর দিনাজুর জেলা ডেকোরেটরস সমন্বয় সমিতির কালিয়াগঞ্জ ইউনিট সোমবার দুপুরে কালিয়াগঞ্জের নাট মন্দির প্রাঙ্গনে একটি সভার আয়োজন করে।উত্তর দিনাজপুর ডেকোরেটরস সমন্বয় সমিতির সম্পাদক উজ্জ্বল সাহা বলেন ডেকোরেটিরস শিল্প এমনি একটি

শিল্প যাদের প্রতিটি মুহূর্তে সমাজের সমস্ত স্তরের মানুষদের প্রয়োজন পড়ে থাকে।কিন্তূ দুঃখের বিষয় লকডাউনের জেরে বিগত তিন মাস গৃহ বন্দি হয়ে থাকা কালীন তাদের জন্য কেউ খোঁজ খবর নেয়নি।তিন মাস লকডাউনের পর তা শিথিল হলেও সভাসমিতি,মিটিং,বিভিন্ন ধরনের অনুষ্ঠান বন্ধ থাকার ফলে কাজ না থাকায় চরম সঙ্কটের মধ্য দিয়ে তাদের চলতে হচ্ছে।সংগঠনের জেলা সম্পাদক উজ্জ্বল সাহা বলেন ডেকোরেটরস

শিল্পকে ক্ষুদ্র ও কুটির শিল্পের আওতায় এনে তাদের শিল্পকে বাঁচিয়ে রাখার ব্যবস্থা করতে হবে।উজ্জ্বল বাবু বলেন কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে ডেকোরেটরস শিল্পকে রেজিস্টেশন করার জন।আমরা এই ঘোষণাকে স্বাগত জানাই।আমাদের দাবি ডেকোরেটরস শিল্পকে কুটির শিল্পের আওতায় এনে আমাদের এই শিল্পের জন্য সরকারী অনুদানের সাথে সহজ শর্তে ঋণ দেবার ব্যবস্থা করতে হবে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে।তিনি আরো জানান সরকার তাদের এই ব্যবসার জন্য ১৮শতাংশ জিএসটি নিয়ে থাকে।তাদের সংগঠনের পক্ষ থেকে দাবি করা হছে জি এস টি ট্যাক্স ১৮শতাংশের পরিবর্তে ৫ শতাংশ করা হোক বলে জানান। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য তরুণ বসাক,অনিল টপস্ব,শঙ্কর রায়,শ্যামল বসাক সহ বিভিন্ন গ্রামে থেকে এই শিল্পের সাথে যারা যুক্ত তারা আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *