রায়গঞ্জে ভলিবল ও বাস্কেট বল ময়দানের সাজঘরের শিলান্যাস করলেন পৌর সভার উপ-পৌরপিতা
1 min readরায়গঞ্জে ভলিবল ও বাস্কেট বল ময়দানের সাজঘরের শিলান্যাস করলেন পৌর সভার উপ-পৌরপিতা
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,(উত্তর দিনাজপুর),১৩ জুন:উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের ১৬নম্বর ওয়ার্ডে অবস্থিত দেশবন্ধু পাড়ায় উত্তর দিনাজপুর জেলা ভলিবল ও বাস্কেট বল এসোসিয়েশনের ময়দানে সাজঘরের শিলান্যাস করলেন রায়গঞ্জ পৌর সভার উপ-পৌরপিতা অরিন্দম সরকার।
সাজঘরের শিলা ন্যাস করে উপ-পৌরপিতা অরিন্দম সরকার বলেন উত্তর দিনাজপুর ভলিবল ও বাস্কেট বল এসোসিয়েশনের দীর্ঘ দিনের দাবি ছিল তাদের দেশবন্ধু পাড়ায় অবস্থিত ভলিবল ও বাস্কেট বল মাঠে একটি সাজঘর নির্মাণ করে দেবার জন্য খেলোয়াড়দের স্বার্থের কথা ভেবে।
রায়গঞ্জ পৌরসভা শহরের খেলা ধুলার শ্বার্থে এসোসিয়েশনের দাবিকে সন্মান জানিয়ে রায়গঞ্জ পৌরসভা এই সাজঘর নির্মাণের ব্যবস্থ্যা করলো। উত্তর দিনাজপুর ভলিবল ও বাস্কেটবল এসোসিয়েশনের সম্পাদক অরূপ ঘোষ বলেন আমাদের দাবিকে সন্মান জানানোর জন্য তিনি রায়গঞ্জ পৌর সভার পৌরপিতা সন্দীপ বিশ্বাস,উপ-পৌরপিতা অরিন্দম সরকারকে অভিনন্দন জানান।তিনি বলেন এই সাজঘর নির্মাণের জন্য মোট ব্যায় হবে ১৮,৭০,০০০ টাকা। ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ ক্রীড়া প্রেমী তারাশঙ্কর ভট্টাচার্য,এবং প্রবীর গুহ।