January 12, 2025

২৫০ গ্রাম ব্রাউন সুগার সহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করলো ইটাহার থানার পুলিশ-

1 min read

২৫০ গ্রাম ব্রাউন সুগার সহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করলো ইটাহার থানার পুলিশ-

তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ-উত্তর দিনাজপুর–শুক্রবার গভীর রাত্রে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুলিশ ইটাহার থেকে তিন মাদক চোরা কারবারি সহ ২৫০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে বড় সর সাফল্য

পেল রায়গঞ্জ পুলিশ।জেলার অধিনে এটি সবচেয়ে বড়মাপের ব্রাউন সুগার উদ্ধারের ঘটনা বলে জানা যায়। করোনা ভাইরাস সংক্রমণের এই লকডাউনের সময় মাদক পাচার, বিশেষ করে ব্রাউন সুগারের কারবারের বিরুদ্ধে রায়গঞ্জের পুলিশসুপার সুমিত কুমার কঠোর পদক্ষেপ নিয়েছিলেন। যার ফলে গত তিনমাসে রায়গঞ্জ পুলিশ জেলার অধিনে একাধিকবার ব্রাউন সুগার সহ মাদক কারবারিদের গ্রেপ্তারের ঘটনা।পুলিশসুত্রে জানা গিয়েছে গোপনসুত্রে খবর পেয়ে শুক্রবার রাতে ইটাহার থানার ওসি অভিজিৎ দত্তের নেতৃত্বে ৩৪ নম্বর জাতীয় সড়কে নজরদারি শুরু করে দুটি পুলিশ টিম। আলিপুরদুয়ার জেলার ভুটান লাগোয়া জয়গাঁ থেকে নদীয়ার উদ্যোশে ব্রাউন সুগার নিয়ে যাওয়া হচ্ছে। এমনি খবর ছিল পুলিশের কাছে। সেই খবর অনুসারে রাতে ইটাহারের দুটি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাতায়াত করা গাড়ির উপর নজর রাখে পুলিশ। এই নজরদারিতে সফলতা পায় পুলিশ। একটি প্রাইভেট কার সহ সন্দেহভাজন তিনজনকে আটক করে পুলিশ। তাদের জিজ্ঞেসাবাদ ও তল্লাশি পর্বে গাড়ি থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার।এই ব্রাউন সুগার পাচারে ধৃতদের নাম আব্দুল মিঁয়া, সামিম খান ও রাশিদুল ইসলাম। এদের বাড়ি জয়গাঁতে। এই লকডাউন পর্বে রায়গঞ্জ থানার পুলিশ একাধিকবার ব্রাউন সুগার সহ কারবারিদের গ্রেপ্তার করে। এবারে ইটাহার থানার পুলিশ বড় সফলতা পেল কয়েক লক্ষ টাকা মূল্যের ব্রাউন সুগার সহ তিন কারবারিকে গ্রেপ্তার করে। শনিবার ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয় বলে পুলিশ সূত্রে জানা যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *