January 12, 2025

বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে করন দীঘি ব্লকের ডালখোলা বিদ্যুত বন্টন দপ্তরের সামনে বিজেপির অবস্থান বিক্ষোভ-

1 min read

বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে করন দীঘি ব্লকের ডালখোলা বিদ্যুত বন্টন দপ্তরের সামনে বিজেপির অবস্থান বিক্ষোভ-

করোনা পরিস্থিতিতে” এবং “আর্থিক সংকটের” কারণে ও রুজি রুটির বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সেই কারণে বিদ্যুৎ বিল দিতে অসমর্থ হয়ে পড়েছেন বহু সাধারণ মানুষ !সেই কারণে বিদ্যুৎ বিল মকুবের দাবীতে শুক্রবার ১২ই জুন শুক্রবার সকাল ১১ টায় করনদীঘি বিধানসভার

ডালখোলা ও করনদীঘি বিদ্যুৎ বন্টন অফিসে বিজেপির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা হল।উক্ত বিক্ষোভ কর্মসূচিতে করনদীঘি বিদ্যুৎ অফিসে ছিলেন, উত্তর দিনাজপুর জেলা সহ-সভাপতি নিখিল চন্দ্র সরকার, করনদীঘি বিধানসভার সংযোজক সত্যনারায়ণ সিংহ, ১৪ নং, ১৫ A ও ১৫ B মন্ডলের সভাপতি রীতা বিশ্বাস, অজয় কুমার সিংহ,

 

ও কমল কুন্ডু মহাশয়।এবং ডালখোলা বিদ্যুৎ অফিসে ছিলেন ডালখোলা শহর মন্ডলের সভাপতি হরিমোহন মজুমদার, ডালখোলা শহর মন্ডলের ২ সাধারণ সম্পাদক ভজন দে ও হারাধন ঝা, সহ-সভাপতি গৌতম দে ও শঙ্করী বিশ্বাস।এবং ১৩ নং মন্ডল সভাপতি বিকাশ চন্দ্র দাস, ও ১৩ নং মন্ডলের সাধারণ সম্পাদক জয়ন্ত নাগ। ও সমস্ত মন্ডলের কার্যকর্তারা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *