আবারও মানবিকতার ও পশু প্রেমী হওয়ার পরিচয় দিলেন পিপল্’স ফর এনিমালস-এর সদস্য অধ্যাপক ড : তাপস পাল ও পিপল্ ‘স ফর এনিমালস-এর কর্ণধার গৌতম তাঁতিয়া–
1 min readআবারও মানবিকতার ও পশু প্রেমী হওয়ার পরিচয় দিলেন পিপল্’স ফর এনিমালস-এর সদস্য অধ্যাপক ড : তাপস পাল ও পিপল্ ‘স ফর এনিমালস-এর কর্ণধার গৌতম তাঁতিয়া–
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–করোনা COVID-19 ভাইরাসের প্রভাব এখন এতটাই বেশী সকল মানুষের আক্রান্ত হওয়ায় চিন্তা তো বটেই পশু প্রেমীরাও বড়ো দুশ্চিন্তায় | বাড়িতে একজনেরও করোনা পজিটিভ এলেই বাড়ির সমস্ত সদস্যদেরও সরকারি কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে | তবে বাড়ির গৃহপালিত পশুটির কি হবে ? এই চিন্তায় চিন্তিত হয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড: তাপস পাল ও পিপল্ ‘স ফর এনিমালস-এর কর্ণধার গৌতম তাঁতিয়া | গৃহপালিত পোষা প্রাণী (কুকুর, বিড়াল, পাখি )-গুলো খাদ্য,
জল, ওষুধ ও যত্নের ঘাটতির সম্মুখীন হচ্ছে | এমনকি কিছু বিকৃত মানসিকতার লোক নিরীহ পশু গুলোকে বিষ দিয়ে মেরেও ফেলছে | ইতিমধ্যেই রায়গঞ্জ মিউনিসিপালিটি এলাকায় দেবপুরির ও বাহারাইল এলাকায় একটি বাড়িতে করোনা পজিটিভ হওয়ায় সমস্ত সদস্যদের সরকারি কোয়ারেন্টাইনেই পাঠানো হয়েছে | পিপল্ ‘স ফর এনিমালস-এর সদস্যরা নিরুপায় কারণ ওই পশুগুলির যত্ন নিতে গেলে তাদেরও কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হবে |গত ১০ই জুন ২০২০ পিপল্’স ফর এনিমালস-এর সদস্য অধ্যাপক ড : তাপস পাল ও পিপল্ ‘স ফর এনিমালস-এর কর্ণধার গৌতম তাঁতিয়া রায়গঞ্জ পৌরসভার পৌরপিতা শ্রী সন্দীপ বিশ্বাস, উত্তর দিনাজপুর জেলার ডি. এম শ্রী অরবিন্দ কুমার মিনা এবং উত্তর দিনাজপুর এনিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট অফিস-এ আবেদন জানান এই গৃহপালিত পোষা প্রাণী গুলোর জন্য এই চোদ্দো দিন কোনো রেসকিউ সেন্টারের যদি ব্যবস্থা করা যায় বা অন্য কোনো বিকল্প ব্যবস্থা যাতে তাড়াতাড়ি নেওয়া হয় |