সাংবাদিক সুকান্ত সরকার(সঞ্জু)এর অকাল প্ৰযানে উত্তর দিনাজপুর জেলায় শোকের ছায়া
1 min readসাংবাদিক সুকান্ত সরকার(সঞ্জু)এর অকাল প্ৰযানে উত্তর দিনাজপুর জেলায় শোকের ছায়া
তপন চক্রবর্তী কালিয়াগঞ্জ (উত্তর দিনাজপুর)–রায়গঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা “”এখানে সেখানে”এর সম্পাদক তথা উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের দীর্ঘদিনের সদস্য সুকান্ত সরকার(সঞ্জু)র অকাল প্ৰযানে উত্তর দিনাজপুর জেলার সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।।জানা যায় সুকান্ত সরকার পায়ের একটি অপারেশন করতে গিয়ে ব্যাঙ্গালোরে তার মৃত্যু হয় গত মঙ্গলবার।সুকান্ত সরকারের মৃত্তুর খবর রায়গঞ্জে পাওয়া মাত্র উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক অলিপ মিত্র সহ সাংবাদিক বন্ধুরা প্রয়াত সাংবাদিক সুকান্ত সরকারের রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ের বাড়িতে ছুটে যায়।উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র তার পরিবার পরিজনদের পাশে গিয়ে শোকসন্তপ্ত পরিবারদের প্ৰতি সমবেদনা জানান।
খবর নিয়ে জানা যায় প্রয়াত সাংবাদিক সুকান্ত সরকারের মরদেহ আজ বুধবার ব্যাঙ্গালোর থেকে বাগডোগড়া বিমান বন্দরে এলে সেখান থেকে বিকেল ৫ টার দিকে সড়কপথে তার মরদেহ রায়গঞ্জের বাড়িতে আনা হবে বলে জানা যায়।
কালিয়াগঞ্জ থেকে প্রকাশিত”বর্তমানের কথা’ পত্রিকা তথা বর্তমানের কথা পোর্টাল সংবাদের সম্পাদক তপন চক্রবর্তী সুকান্ত সরকার(সঞ্জুর)অকাল প্ৰযানে গভীর দুঃখ ও তার শোকসন্তপ্ত পরিবারের প্ৰতি সমবেদনা জানিয়ে বলেন সুকান্ত(সঞ্জু)তার দীর্ঘদিনের খুব কাছের সাংবাদিক বন্ধু কাম ভাই ছিল।ওর মৃত্যুতে আমি শোকাহত।