কালিয়াগঞ্জে বিজেপির ভার্চুয়াল মিটিং এর প্রতিবাদে পথে নামলো সিপিআই (এম)-
1 min readকালিয়াগঞ্জে বিজেপির ভার্চুয়াল মিটিং এর প্রতিবাদে পথে নামলো সিপিআই (এম)-
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ-(উত্তর দিনাজপুর)–ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষ যখন করোনার আক্রান্তে দিশেহারা,যখন পরিযায়ী শ্রমিকরা অর্ধাহারে অনাহারে পরিকাঠামোহীন কোয়ারাইন্টাইন কেন্দ্রে কুকুর ছাগলের মত দিন যাপন করছে তখন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী ১৪৪ কোটি টাকা খরচ করে অমিত শাহের ভার্চুয়াল মিটিং চলছে।যা সারা দেশের মানুষ ছি ছি কড়ছে।এরই প্রতিবাদে মঙ্গলবার বিকালে সুকান্ত মোড়ে কালিয়াগঞ্জের সিপিআই (এম) নেতৃত্ব তীব্র প্রতিবাদের একটি কর্মসূচি গ্রহণ করে।
প্রতিবাফ কর্মসূচির নেতৃত্ব দেন সিপিআই(এম)এর উত্তর এরিয়া কমিটির সম্পাদক মনোরঞ্জন পাটোয়ারী।প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সিপিআই(এম)জেলা নেতা ভারতেন্দ্র চৌধরী বলেন আমরা কোন দেশে বাস করছি।যে দেশের নেতারা দেশের মানুষের দুঃখে পাশে থাকার পরিবর্তে ১৪৪ কোটি টাকা খরচ করে ভার্চুয়াল জনসভা করে।
যে দেশের লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকরা কাজ হারিয়ে দুইবেলা খাবার জন্য ঘুরে বেড়ায় তাদের কথা না ভেবে রাজ্য দখলের চিন্তায় এই মুহূর্তে ব্যাস্ত বিজেপি নামক একটি দল।সিপিআই (এম)নেতা মনোরঞ্জন পাটোয়ারী বলেন কেন্দ্রের মোদি সরকার শ্রমিকদের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কোন বাস্তব ভিত্তি নেই।শ্রমিকরা যেখানে অসহায় পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছে, মানুষের ব্যবসা বাণিজ্য যখন শেষের পথে সে সবের কোন ব্যবস্থা না করে ভার্চুয়াল জনসভার মাধ্যমে দেশের ১৪৪ কোটি টাকা টাকা নিমেষের মধ্যে জলাঞ্জলি দিলেন।এই সরকার শ্রমিক বিরোধী সরকার।এই সরকারের গদিতে থাকার কোন যোগ্যতা নেই।প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সিপিআই(এম) নেতা সন্তোষ ঘোষ,দিগেন্দ্র নাথ রায়,প্রাথমিক শিক্ষক নেতা অয়ন দত্ত সহ অনেকেই।