করোনা মোকাবেলায় বিজেপি ঘরে বসে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে বললেন কালিয়াগঞ্জ এর বিধায়ক তপন দেব সিংহ
1 min readকরোনা মোকাবেলায় বিজেপি ঘরে বসে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে বললেন কালিয়াগঞ্জ এর বিধায়ক তপন দেব সিংহ
তপন চক্রবর্তী- কালিয়াগঞ্জ–উত্তর দিনাজপুর–এই রাজ্যে একদিকে যখন করোনার মত ভয়াবহ মারন রোগের প্রতিরোধ এবং আম ফানের সাইক্লোনে লক্ষ লক্ষ গৃহহীন ও দুর্গত মানুষের পাশে রাতদিন এক করে যখন রাজ্য সরকারের সাথে শাসক দল কাজ করে চলেছে তখন রাজ্যের বিজেপি দলের একমাত্র কাজ ঘরে বসে রাজ্য সরকারের সমালোচনা করা ছাড়া আর কোন কাজ নেই।রাজ্যের মানুষ খুব ভালো করেই বুঝতে পারছে তাদের দুঃসমযের প্ৰকৃত বন্ধু কে?শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের পাইওনিয়ার এগ্রো প্রসেসিং কো-অপারেটিভ সোসাইটি ভবনে এক সাংবাদিক সম্মেলনে এই কথাগুলি বলেন কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ।
তিনি বলেন এই মুহূর্তে যখন সমস্ত রাজনৈতিক দলের একমাত্র কাজ হওয়া উচিত যে যে ভাবে পারে দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়ে সেবা করা ,তা না করে বিজেপি সামনের ভোটের দিকে তাকিয়ে অংক কষা শুরু করে দিয়েছে রাজনৈতিক তরজা গানের মাধ্যমে।আমাদের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে কি করোনা,কি আম ফান সর্বত্র ছুটে বেড়াচ্ছে কি ভাবে মানুষদের পাশে থাকে তাদের সবরকম সাহায্য করা,তাদের সরকারি সাহায্য দিয়ে বিপদ থেকে উদ্ধার করে আনার কাজে দিবারাত পরিশ্রম করে যাচ্ছে।অথচ এই রাজ্যেই আর একটি বিরোধী দল যার কাজই হচ্ছে দুর্গতদের ধারে পাশে না গিয়ে রাজ্যের মানুষদের নিয়মিতভাবে ভুল তথ্য পরিবেশন,মানুষকে ভুল বোঝানোর দায়িত্ব নিয়ে এই রাজ্যে ক্ষমতায় আসার দিবা স্বপ্ন দেখছে।ওদের এই স্বপ্ন দিবা স্বপ্নই থেকে যাবে বলে বিধায়ক তপন দেব সিংহ সাংবাদিকদের বলেন।বিধায়ক তপন দেবসিংহ বলেন আমরা যে কাজ করি তার উজ্জ্বল দৃষ্টান্ত এই লকডাউন এবং আমফানের দুর্যোগের মধ্যেও আমরা কালিয়াগঞ্জ ব্লক ও শহর মিলে তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি শ্রেণীর নয় হাজার দুঃস্থ মানুষদের জন্য মাসিক একহাজার টাকা করে বার্ধক্য ভাতা চালু করে দেবার ব্যবস্থা করা হয়েবহে।কালিয়াগঞ্জ ব্লকের যে সমস্ত পাকা রাস্তার কাজ ধরা হয়েছিল তা পুনরায় শুরু করে দেওয়া হয়েছে।কালিয়গঞ্জের গ্রাম পঞ্চায়েত এলাকায় যে সমস্ত কোয়ারেন্টাইন কেন্দ্র আছে সেখানে যারা থাকছেন তাদের নিম্ন মানের খাবার কোন অবস্থাতেই দেওয়া হয়না।এটা আসলে বিজেপির অপপ্রচার মাত্র।তপন বাবু বলেন দিনের শুরু থেকে শেষ পর্যন্ত কেউ শুধু শাসক দলের বিরুদ্ধে মিথ্যা প্রচার করে কবেড়ায় আর আমাদের তৃণমূল তথা শাসক দলের কর্মী থেকে নেতা পর্যন্ত সারাদিন মানুষের সুখে দুঃখে কাজ করে যাচ্ছে।আসলে এই বিজেপি নামক দলটি এরা দেখেও শেখে না।বিধায়ক তপন দেবসিংহ বলেন যারা অসহায় দরিদ্র মানুষদের নিয়ে রাজনীতি করছেন এই দুঃস্থ মানুষেরাই তাদের সময়মত নিরাশ করে ঘরে পাঠিয়ে দেবেন বলে জানান।শনিবারের এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের কো-মেন্টর তথা রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক অসীম ঘোষ,তৃণমূল কংগ্রেসের কালিয়াগঞ্জ ব্লক সভাপতি নিতাই বৈশ্য, কালিয়াগঞ্জের তৃণমূল নেতা হিরন্ময় (বাপ্পা) সরকার।