ফুটবল একাডেমির খুদে খেলোয়াড়দের হাতে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ ও খাদ্য দ্রব্য তুলে দিল রুদ্রবিনা ক্লাব
1 min readফুটবল একাডেমির খুদে খেলোয়াড়দের হাতে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ ও খাদ্য দ্রব্য তুলে দিল রুদ্রবিনা ক্লাব
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর),৫ই জুন:শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ কলেজপাড়ার রুদ্রবিনা ক্লাব কর্তৃপক্ষ কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির খুদে একশো জন খেলোয়াড়দের হাতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে খাদ্য সামগ্রীর সাথে একটি করে বৃক্ষ তুলে দিল। বৃক্ষ ও খাদ্য দ্রব্য দেবার পূর্বে রুদ্রবিনা ক্লাবের সদস্য
বিশাল সাহার অকাল মৃত্তুতে তার প্রতি শ্রদ্ধা জানাতে একমিনিট নীরবতা পালন করা হয়।রুদ্রবিনা ক্লাব চত্বরে বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে একটি বৃক্ষ রোপন করেন ক্লাবের ক্রীড়া সম্পাদক দেবমাল্য চৌধরী।কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির খুদে খেলোয়াড়দের হাতে
বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী ও বৃক্ষ তুলে দেন রুদ্রবিনা ক্লাবের সম্পাদক তরুণ গুহ ছাড়াও প্রসূন চৌধুরী, রাহুল সাহা,সূর্য্দ্বীপ অধিকারী,শুভ্র জিৎ সাহা,শুভদ্বীপ বোস,যুবরাজ রায় এবং রামিজ হোসেন।
খুদে খেলোয়াড়েরা হাতে খাদ্যদ্রব্য ও একটি করে বৃক্ষ পাওয়ায় কালিয়াগঞ্জ ফুটবল একাডেমীর অন্যতম সদস্য মহম্মদ ইজাবুল হক বলেন খুদে দরিদ্র খেলোয়াড়দের হাতে খাদ্যদ্রব্য একটি করে গাছ দেওয়ায় তিনি রুদ্রবিনা ক্লাবকে অভিনন্দন জানান।