January 12, 2025

বিশ্ব পরিবেশ দিবসে প্রগতি রায়পুর সমাজকল্যাণ সমিতির বৃক্ষ রোপন কর্মসূচী

1 min read

বিশ্ব পরিবেশ দিবসে প্রগতি রায়পুর সমাজকল্যাণ সমিতির বৃক্ষ রোপন কর্মসূচী

রায়গঞ্জঃপ্রতি বছর ৫ই জুন বিশ্বব্যাপী বিভিন্ন কর্মোদ্যোগ আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে এই দিনটি পালিত হয়ে থাকে।এই দিনটিতেই জাতিসংঘের মানবিক পরিবেশ কনফারেন্স শুরু হয়েছিল। ১৯৭২ খ্রিষ্টাব্দের ৫ই জুন থেকে ১৬ই জুন অবধি এই কনফারেন্স হয়েছিল।তখন থেকেই প্রতি বৎসর এই বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে আসছে।

এই উপলক্ষে প্রগতি রায়পুর সমাজকল্যাণ সমিতির পক্ষ থেকে রায়পুর গ্রামের বিভিন্ন স্থানে বেশ কিছ বৃক্ষ চাড়া গাছ রোপণ করা হয়।উক্ত কর্মসূচীতে প্রগতি রায়পুর সমাজকল্যাণ সমিতির নব নির্বাচিত সভাপতি  অচিন্ত্য দেব,সম্পাদক আকাশ বর্মন সহ অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।সঙ্গঠনের সম্পাদক আকাশ বর্মন প্রত্যেক নাগরিককে কম করে একটি করে গাছ লাগানোর অনুরোধ করেন এছাড়া সমস্ত স্বেচ্ছাসেবি সঙ্গঠন,রাজনৈতিক দল,ধর্মীয় প্রতিষ্ঠানকে এই বৃক্ষ রোপনে এগিয়ে আসার অনুরোধ জানান। এই বিশ্ব পরিবেশ দিবসে প্রগতির পক্ষ থেকে আবারও সকলের উদ্দেশ্যে “গাছ লাগান প্রাণ বাঁচান” এই বার্তা পৌঁছে দেওয়া হলো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *