মুখ্যমন্ত্রীর করোনা পাশ বালিশ নিয়ে রায়গঞ্জে অভিনব প্রতিকী বিক্ষোভ রাজ্য সরকারের বিরূদ্ধে করলেন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী
1 min readমুখ্যমন্ত্রীর করোনা পাশ বালিশ নিয়ে রায়গঞ্জে অভিনব প্রতিকী বিক্ষোভ রাজ্য সরকারের বিরূদ্ধে করলেন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ-(উত্তর দিনাজপুর)–বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে পাশ বালিশ নিয়ে অভিনব প্রতিকী বিক্ষোভ দেখালেন।এদিন দুপুরে রাউগঞ্জ শহরের এম জি রোডে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে রাস্তার পাশে পাশ বালিশ নিয়ে শুয়ে থেকে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেন।এই কর্মসূচি দেখতে পথ চলতি প্রবহুর মানুষের ভিড় হয়।
বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী সাংবাদিকদের বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী করোনা রোধে সমূর্ন ব্যার্থ।সেই কারণেই তিনি রাজ্যের মানুষদের কাছে তার ব্যর্থতা অকপটে স্বীকার করে নিয়েছেন করোনাকে মুক্ত করবার পরিবর্তে করোনাকে সারা জীবন নিজের কাছে পাশ বালিশ হিসাবে জীবন সঙ্গী করে নেবার জন্য বলেছেন।বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন এ রাজ্যে করোনার কোন হিসাব নিকাশ নেই।প্রতিদিন কতজন উত্তর দিনাজপুর জেলায় আক্রান্ত হচ্ছে তার প্ৰকৃত কোন তথ্য সাংবাদিকেরা পাচ্ছেনা।তাদের কোন তথ্য দেওয়া হচ্ছেনা।আসলে করোনা নিয়ে প্রতিনিয়ত মিথ্যা বলতে বলতে উত্তর দিনাজপুর জেলা বর্তমানে মালদা জেলাকেও ছাড়িয়ে গেছে।উত্তর দিনাজপুর জেলার করোনার কোয়ারেন্টাইন কেন্দ্র গুলিতে পরিযায়ী শ্রমিকদের অখাদ্য খাবার দেবার কারনে তাদের মধ্যে এসনটিস দেখা দিয়েছে।এক কথায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর অবস্থা লেজে গোবরে পরিণত হয়েছে।তিনি বলেন মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্যের কারনে প্রতিটি ব্লকে বিজেপি এই ধরনের কর্মসূচি পালন করবে বলে জানান।