রায়গঞ্জের রাসবিহারী ও নলপুকুর থেকে গোখরা সাপ উদ্ধার
1 min readরায়গঞ্জের রাসবিহারী ও নলপুকুর থেকে গোখরা সাপ উদ্ধার
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)– মঙ্গলবার রায়গঞ্জ ব্লকের নলপুকুর গ্রামের হারুন রশিদের বাড়ি থেকে একটি পাঁচ ফুটের গোখরা সাপ উদ্ধার করে উত্তর দিনাজপুর পিপিলস এনিমেলস এর সদস্য আয়ুব আলী।
আরো একটি গোখরো সাপ উদ্ধার হয় রায়গঞ্জ শহরের রাসবিহারী মার্কেটে প্রশান্ত চক্রবর্তীর হার্ডওয়ারের দোকান গণেশ ভান্ডার থেকে। সাপটি তার দোকানের হার্ডওয়ারের জিনিসপত্রের মধ্যে ঢুকে ছিল।
এই সাপটি উদ্ধার করে নিয়ে আসে পশুপ্রেমী সংগঠনের সদস্য বিশাল রায় এবং তাপস দাস।দুটো সাপকেই উদ্ধারের জন্য খবর দেওয়া হয়েছিল উত্তরদিনাজপুর পিপল ফর এনিমেলস এর অফিসে ।খবর পেয়ে সংস্থার সদস্যরা গিয়ে সাপগুলো উদ্ধার করে নিয়ে আসে । সাপ দুটোকেই জনবসতিহীন এলাকায় জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।এই লকডাউন বন্যপ্রাণীদের এলাকা বিস্তৃত হয়েছে এবং প্রায়ই মানুষ শুধু সাপ নয়, অন্যান্য বন্যপ্রাণীরও সম্মুখীন হচ্ছে ।আমরা সংস্থা থেকে প্রচার করে যাচ্ছি যেন কোন বন্য প্রাণীকেই কেউ পিছু ধাওয়া না করে এবং বন্যপ্রানীকে মেরে না ফেলে।কারণ পশুপাখি পরিবেশ ধ্বংস হয়ে গেলে যেকোনো মহামারীর প্রকোপ ব্যাপক হারে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।