করোনা ভাইরাস রোধে মহাযজ্ঞে বসলেন সাংসদ বিধায়ক জেলা সভাপতিরা, হবিবপুরের ফুলহারানি কালী মন্দিরে হল মহাযজ্ঞ
1 min readকরোনা ভাইরাস রোধে মহাযজ্ঞে বসলেন সাংসদ বিধায়ক জেলা সভাপতিরা, হবিবপুরের ফুলহারানি কালী মন্দিরে হল মহাযজ্ঞ
বিশ্বজিৎ মন্ডল মালদাঃ কভাইরাস মোকাবিলায় বৈদিক যজ্ঞ করল হবিবপুর ব্লক বিজেপি নেতৃত্ব । ব্লকের আকতৈল গ্রাম পঞ্চায়েতের ফলহারিনী কালী মন্দিরে এই মহাযজ্ঞের অনুষ্ঠান চলে। সেখানে উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু, জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল থেকে স্থানীয় বিধায়ক জোয়াল মুর্মু , মূল উদ্যোক্তা জেলা বিজেপির নেতা প্রতাপ সিং প্রমূখ উপস্থিত ছিলেন । তারা হবিবপুরের ওই মন্দিরে যজ্ঞ অনুষ্ঠানে অংশ নেন ।
এনিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয় । বিজেপি নেতৃত্বরা জানিয়েছেন, ডাক্তার, নার্স পুলিস কযুদ্ধ জয় করতে তৎপর রয়েছেন। পাশাপাশি এ করোধে ঈশ্বর আরাধনা জরুরী ।মহাযজ্ঞ করলে মানুষের মধ্যে নতুন শক্তির সঞ্চার ঘটে। সেজন্য যজ্ঞ অনুষ্ঠান করা হয়েছে।
জেলা বিজেপি নেতা প্রতাপ সিং বলেন, ভারতে যখনই মহামারী এসেছিল তখন এই বৈদিক যজ্ঞ করেছিলেন ঋষিরা। তাই এ মহামারী রোধ করতে মহাযজ্ঞের তেই ভরসা রাখতে হচ্ছে। এ বিষয়ে স্থানীয় বিধায়ক জোয়াল মুর্মু বলেন, কভাইরাস রোধে আমরা মহাযজ্ঞে বসেছিলাম। মানুষ যাতে মহামারী থেকে মুক্তি পায় সেটাই প্রার্থনা করা হয়েছে। আড়াই ঘণ্টা ধরে এই যজ্ঞ অনুষ্ঠান চলে।