করোনার লকডাউন সঙ্কটের মধ্যে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো কুনোর হাসপাতালের চিকিৎসক,স্বাস্থ কর্মী থেকে সাধারণ মানুষ
1 min readকরোনার লকডাউন সঙ্কটের মধ্যে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো কুনোর হাসপাতালের চিকিৎসক,স্বাস্থ কর্মী থেকে সাধারণ মানুষ
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ–(উত্তর দিনাজপুর)- একদিকে করোনার থাবা অপরদিকে আমফানের চোখরাঙানিকে তোয়াক্কা না করে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের কুনোর ব্লক স্বাস্থ কেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের উদ্দ্যোগে শুক্রবার কুনোর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে জেলার রক্ত সঙ্কটের কথা মাথায় রেখে একটি রক্ত দান শিবিরের আয়োজন করা হয়।রক্তদান শিবিরে
হাসপাতালের চিকিৎসক থেকে স্বাস্থ্য কর্মীরা যেমন রক্তদান করেন তেমনি বহিরাগত সাধারণ মানুষেরাও রক্ত সঙ্কটের কথা মাথায় রেখে রক্ত দান করেন সাধারণ মানুষের শ্বার্থে।কুনোর হাসপাতালের রক্তদান শিবিরে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত হয়েছিলেন উত্তর দিনাজপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্র নাথ প্রধান,কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ,উত্তর দিনাজপুর জেলা পরিষদের কো-মেন্টর অসীম ঘোষ,কুনোর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ অসীম বাগ,কালিয়াগঞ্জ পৌর সভার প্রশাসক কার্তিক পাল এবং কালিয়াগঞ্জ থানার আই সি আশীষ দলুই সহ এলাকার বিশিষ্ট জনেরা।
রক্তদান শিবিরে মোট ৫০জন রক্তদাতা রক্ত দান করেন বলে জানা যায়।উল্লেখ করা যায় আগামী ২৯শে মে উত্তর দিনাজপুর জেলা পরিষদের কো-মেন্টর অসীম ঘোষের উদ্দ্যোগে কালিয়াগঞ্জ ব্লকের
তরঙ্গপুর প্রাথমিক বিদ্যালয় একটি রক্ত দান শিবিরের আয়োজন করা হয়েছে জেলায় রক্ত সঙ্কটের গুরুত্বকে প্রাধান্য দিয়ে।উক্ত রক্ত দান শিবিরে আপনিও অংশগ্রহণ করতে পারেন কোন একজন মানুষের জীবন দান আপনার অমূল্য রক্ত দানের মধ্য দিয়ে।জানিয়েছেন বাঁচাতে জেলা পরিষদের কো-মেন্টর অসীম ঘোষ।