পরীক্ষা – দিশা কুণ্ডু
1 min readপরীক্ষা
– দিশা কুণ্ডু
দিয়েছি বড় পরীক্ষা
মণ্দ সে তো হয়নি,
নম্বর পেয়েছি কত
শুনে তো কেউ হাসেনি।
ইতিহাসে বারো, বাংলায় ছয়
দুটোই আমার মাতৃভাষা
তাই করিনি ভয়।
ইংরেজীটা বিদেশী,
তাই পড়তে কষ্ট হয়।
খুব সম্ভব ইংরেজীতে
পেয়েছি মাত্র নয়।
অংকে আমি বেজায় পাকা
পেয়েছি দুটো গোল
অংক খাতায় লিখেছি
শুধুই আমার রোল।