ইসলামপুর জীবন মোড়ে লকডাউনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সন্দেহজনক ভাবে এক ট্রাক মানুষ নামলে গ্রাম বাসীরা আটক করে
1 min readইসলামপুর জীবন মোড়ে লকডাউনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সন্দেহজনক ভাবে এক ট্রাক মানুষ নামলে গ্রাম বাসীরা আটক করে
দেবব্রত চক্রবর্তী–উত্তর দিনাজপুর-– সন্দেহজনক ভাবে ইসলামপুরের জীবন মোড় ভিন জেলা থেকে ট্রাকে করে লোক আশায় গ্রামবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী নরেন দত্ত জানান একটি ট্রাক এসে আমাদের পাড়ার সামনে এসে দাঁড়ালে দেখা যায় ট্রাক থেকে হুড়মুড় করে অনেক মানুষ নামতে থাকে। ইসলসমপুরে জীবন মোড়ের সাধারণ মানুষজন ভিন রাজ্যের মানুষদের জিজ্ঞাসা করলে তারা সন্দেহ জনক কথাবার্তা বলে।কিছুক্ষনের মধ্যেই লোকগুলি পালিয়ে গেলেও গ্রাম বাসীরা ট্রাক,ট্রাকের চালক এবং খালাশীকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।তিনি আরো বলেন যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে তারা ।কোথা থেকে এলো পুলিশ তদন্ত করে বের করবে। এলাকায় যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনার জেরে ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ আসে এবং তদন্ত করছে।