December 28, 2024

শিলিগুড়ি পৌর কর্পোরেশনের প্রশাসক পদ নিয়ে নাটকীয় মোড়।রাজ্য সরকার এর দেওয়া প্রশাসক পদ ফিরিয়ে দিচ্ছেন মেয়র অশোক ভট্টাচার্য

1 min read

শিলিগুড়ি পৌর কর্পোরেশনের প্রশাসক পদ নিয়ে নাটকীয় মোড়।রাজ্য সরকার এর দেওয়া প্রশাসক পদ ফিরিয়ে দিচ্ছেন মেয়র অশোক ভট্টাচার্য

উদয়ন মুখার্জি  শিলিগুড়ি ঃ–  শিলিগুড়ি পৌর কর্পোরেশনের প্রশাসক পদ নিয়ে নাটকীয় মোড়। রাজ্য সরকার এর দেওয়া প্রশাসক পদ ফিরিয়ে দিচ্ছেন মেয়র অশোক ভট্টাচার্য।মেয়র বলেন  এই বিজ্ঞপ্তিতে মেয়রসহ ৭ সিপিএম কাউন্সিলর ছাড়াও বোর্ডে রয়েছেন ৫ তৃণমূল কাউন্সিলর।

এই পরিস্থিতিতে প্রশাসক বোর্ডের চেয়ারম্যান পদ প্রত্যাখ্যান করলেন মেয়র অশোক ভট্টাচার্য। তিনি বলেন,তাকে চেয়ারম্যান করা হয়েছে এবং  তার ৬ জন বর্তমান পৌর বোর্ডের মেয়র  পরিষদ   সদস্যদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের সদস্য করা হয়েছে। কিন্তু এর সাথে তৃণমূল কংগ্রেসের পাঁচজন কাউন্সিলরকেও এই প্রশাসক মন্ডলীর সদস্য করা

হয়েছে।অথচ কলকাতা সহ বিভিন্ন পৌরসভায় যে প্রশাসক মন্ডলী গুলি এখন পর্যন্ত বসানো হয়েছে সেখানে কোথাও বিরোধী দলের কাউকে রাখা হয়নি। তাহলে শিলিগুড়ির ক্ষেত্রে কেন এই ব্যতিক্রমী সিদ্ধান্ত?মেয়র অশোক ভট্টাচার্য বলেন, রাজ্য সরকারের এই সিদ্ধান্ত অগণতান্ত্রিক অনৈতিক এবং শিলিগুড়ির মানুষের প্রতি অমর্যাদাকর এবং অপমান কর।

আমরা রাজ্য সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করছি এবং তা প্রত্যাখ্যান করছি। দাবি করছি এই নির্দেশ নামা বাতিল করে সারা রাজ্যের অন্য পৌর কর্পোরেশন, পৌরসভাতে যে ধরনের প্রশাসক মন্ডলী বসানো হয়েছে

এই ক্ষেত্রেও তাই অনুসরণ করা হোক। মেয়র আরো বলেন,  যে তৃণমূল কংগ্রেস দল ও তার কাউন্সিলররা যারা গত পাঁচ বছর ধরে শিলিগুড়ির উন্নয়নের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে গেছেন তাদেরকে প্রশাসক মন্ডলীতে অন্তর্ভুক্ত করা হয়েছে অথচ অন্য পৌরসভা গুলিতে বিরোধীদেরকে কোথাও অন্তর্ভুক্ত করা হয়নি। অন্যদিকে জেলা তৃণমূল সভাপতি ও বিরোধী দলনেতা রঞ্জন সরকার বলেন, মেয়র রাজনীতি করছেন। তাকেই চেয়ারম্যান করা হয়েছে প্রশাসক বোর্ডে। এখানে দলতন্ত্রের স্থান নেই। আমরা উন্নয়ন চেয়েছি বলেই রাজনীতি করিনি। ওদের দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন ওরাই দায়িত্ব থেকে পালাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..