October 25, 2024

উওর প্রদেশ থেকে গাড়ি ভাড়া করে বাড়ি ফিরলেন ১৩ জন ছাত্রছাত্রী সহ ২ জন অভিবাভক

1 min read

উওর প্রদেশ থেকে গাড়ি ভাড়া করে বাড়ি ফিরলেন ১৩ জন ছাত্রছাত্রী সহ ২ জন অভিবাভক

প্রদীপ সিনহা করণদিঘি উত্তর প্রদেশ থেকে দুইজন অভিভাবক সহ ১৩ জন ছাত্রী মঙ্গলবার করন দীঘি ব্লকে পৌঁছালে তাদের করন দীঘি হাসপাতালে থার্মাল গান দিয়ে পরীক্ষা করানো হয়। এই ছাত্র ছাত্রীরা এম এ পরীক্ষা দেবার জন্য সুলতানপুর বিশ্ববিদ্যালয়ে যায়।শেষ দুটো পরীক্ষা বাকি থাকতেই পরীক্ষা বাতিল হয়ে যায়।

বিশ্ব বিদ্যালয়ের ক্যাম্পাসে কলেজের প্রিন্সিপাল তাদের খাবার ব্যবস্থা বেশ কিছুদিন করবার পর তাদের কলেজ ক্যাম্পাসে আর রাখা যাবেনা বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দিল তারা সমস্যায় পড়ে যায়। সরকারী ভাবে ওই ছাত্র ছাত্রীরা কোনো রকম সাহায্য পাইনি এমনি পশ্চিমবঙ্গে আসার জন্য কোনোরকম সাহায্য করেনি উওর প্রদেশ। পুলিশ প্রশাসনের আধিকারিকদের সাহায্য নিয়ে ওখান থেকেই বাড়ির উদ্দ্যেশ্য বেড়িয়ে আসেন। মঙ্গলবার উওর দিনাজপুর জেলা করণদিঘী গ্রামীণ হাসপাতালে তারা প্রথমে চেকআপ করে বলে জানা যায়।এদের বাড়ি কারো কুনোর, করণদিঘি,চোপড়া এবং দক্ষিণ দিনাজপুর জেলায়।এদের সকলকে  চেক আপ করানো হয় এবং তাদের হোমকোয়ারন্টিনে থাকার নিদেশ দেয়,। এদিন তারা বলেন, উওর প্রদেশ থেকে বাড়ি ফিরতে পেরে সবার খুব ভালো লাগছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *