December 28, 2024

মহারাষ্ট্রের নাগপুর থেকে ২৯জন পরিযায়ী শ্রমিকরা কালিয়াগঞ্জে ফিরলো নিজের পকেটের পয়সা খরচ করে–

1 min read

মহারাষ্ট্রের নাগপুর থেকে ২৯জন পরিযায়ী শ্রমিকরা কালিয়াগঞ্জে ফিরলো নিজের পকেটের পয়সা খরচ করে-

তপন চক্রবর্তী(উত্তর দিনাজপুর)–এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরা নিয়ে বিস্তর আলাপ আলোচনা হলেও পরিযায়ী শ্রমিকদের দিকে সরকার কোন দৃষ্টি যে দেয়নি তার প্রমান কালিয়াগঞ্জের জিন গাঁও ও মালগাঁও অঞ্চলের পরিযায়ী শ্রমিকরা।জানা যায় কালিয়াগঞ্জের ২৯জন পরিযায়ী শ্রমিক যারা মহারাষ্ট্রের নাগপুরের বিভিন্ন স্থানে ছিল তারা মহারাষ্ট্র সরকার এবং পশ্চিম বঙ্গ সরকারের

কোন রকম সাহায্য ব্যতিরেকেই মঙ্গলবার কালিয়াগঞ্জে ফিরলো ।জানা কে গত শনিবার এই ২৯ জন শ্রমিক তারা নিজেরাই মহারাষ্ট্রের পুলিশের সাহায্যে বেসরকারি দুটি লাক্সারি বাসে করে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে দুপুরের দিকে কালিয়াগঞ্জ শহরের স্টেট জেনারেল হাসপাতালে এসে উপস্থিত হয়।পরিযায়ী শ্রমিকরা জানান তাদের প্রত্যেকের এক এক জনের মাথাপিছু বাসের ভাড়া দিতে হয় পাঁচ হাজার টাকা করে।রাজ্য সরকার তাদের সহযোগিতা করবে আশায় দীর্ঘদিন কষ্টে কাটানোর পর তারা নিজের গাটের পয়সা খরচ করে আসলেও তারা বাড়ীতে আসতে পেরে ভীষণ খুশি।জানা যায় এই পরিযায়ী শ্রমিকদের অধিকাংশের বাড়ি মালগাঁও অঞ্চলের জিনগাঁও কালুডাঙ্গা,মালগাঁও অঞ্চলের।কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সুপার ডঃ প্রকাশ রায় এক প্রশ্নের উত্তরে জানান যেসমস্ত পরিযায়ী শ্রমিকরা মঙ্গলবার মহারাষ্ট্র থেকে কালিয়াগঞ্জ হাসপাতালে এসেছিলো তাদের থার্মাল গান দিয়ে চেক করে তাদের আজ প্রত্যেকেট হোমকোয়ারন্টিনে পাঠানো হয়েছে।তাদের আগামী দুই একদিনের মধ্যেই লালারস পরীক্ষা করবার জন্য আবার হাসপাতালে আনা হবে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..