October 24, 2024

লকডাউনে কালিয়াগঞ্জ পৌর এলাকায় কনস্ট্রাকশনের কাজ কি লকডাউন আইন মেনেই।

1 min read

লকডাউনে কালিয়াগঞ্জ পৌর এলাকায় কনস্ট্রাকশনের কাজ কি লকডাউন আইন মেনেই।

তন্ময় চক্রবর্তী, কালিয়াগঞ্জ। একদিকে কালিয়াগঞ্জ পৌর এলাকায় পৌর প্রশাসনের অর্ধসমাপ্ত বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ লকডাউনে বন্ধ হয়ে পরেছে সেখানে কালিয়াগঞ্জ পৌর এলাকার অধীনে বিভিন্ন জায়গায় দোকান, বাড়ি, গোডাউন ব্যাক্তি মালিকানায় অধিক সংখ্যক রাজমিস্ত্রি ও লেবার নিয়ে কনস্ট্রাকশনের কাজ প্রতিদিন যেভাবে জনসমক্ষে হয়েই চলেছে

সেই বিষয়ে কালিয়াগঞ্জের সকল স্তরের প্রশাসনিক কর্মকর্তাদের অজান্তেই নাকি তাদের নজরে থেকেই হচ্ছে এই প্রশ্ন কালিয়াগঞ্জ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের এবং পথচলতি সমাজ সচেতনদের। এমনিতেই দেশ তথা রাজ্য জুড়ে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউন শুরু হয়েছে গত ২৪ মার্চ থেকে।

সোশ্যাল দুরত্ব বজায় রাখার পাশাপাশি মাস্ক ব্যবহার করার সরকারি নির্দেশ জারী করা হয়েছে। এই নির্দেশ মেনে সকল স্তরের বিশেষ করে কালিয়াগঞ্জ পৌরসভার নিজস্ব অর্থে সরকারি ভাবে বিভিন্ন কনস্ট্রাকশনের কাজগুলো লকডাউন শুরু হওয়ার আগেই শুরু হয়েছিল সেই অর্ধসমাপ্ত সরকারি কনস্ট্রাকশনের কাজগুলো বন্ধ থাকা সত্ত্বেও

কিভাবে প্রশাসনিক নির্দেশে কে অমান্য করে সোশ্যাল দুরত্ব কে মান্যতা না দিয়ে এবং মাস্ক ব্যবহার না করেই কালিয়াগঞ্জ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে কনস্ট্রাকশনের কাজ কিভাবে হতে পারে এই প্রশ্নের সম্মুখীন হতেই আজকের প্রতিবেদনে তুলে ধরা হলো

সেই কাজের ছবিসহ প্রতিবেদন। কালিয়াগঞ্জের পৌর প্রশাসন, পুলিশ প্রশাসন এই সকল সরকারি ও প্রশাসনিক নির্দেশ অমান্য কারীদের বিরুদ্ধে অতিদ্রুত সরব হয়ে লকডাউন পরিস্থিতিতে পৌর বাসীদের আরো বেশি সংক্রমনের হাত থেকে সুরক্ষিত রাখতে পারবেন সেই আশায় বুক বাঁধছেন আতঙ্কিত শহরবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *